Tuesday, August 26, 2025

ইস্তফা দেননি এখনও, মালদ্বীপ-সিঙ্গাপুর হয়ে এবার কি সৌদি আরব গোতাবায়া?

Date:

Share post:

চরম রাজনৈতিক সঙ্কট চলছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে(Srilanka)। জনরোষ এড়াতে বুধবার ভোরে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে(Gotabaya Rajapakshe)। সেখান বেশকয়েকটি সংবাদমাধ্যমের তরফে এমন খবরই প্রকাশ্যে এসেছিল। এবার সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানা গেল, বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৭৮৮-তে সিঙ্গাপুর রওনা হয়েছেন, পলাতক রাষ্ট্রনেতা। সেখান থেকে সৌদি আরবের বন্দর শহর জেড্ডায় পৌঁছবেন তিনি। যদিও শ্রীলঙ্কায় চলতে থাকা ভয়ংকর জনরোষের মধ্যে গোতাবায়াকে ইস্তফা দেওয়ার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত ইস্তফা দেননি তিনি।

বুধবার রাতেই মালদ্বীপের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল, মালদ্বীপের রাজধানী মালে থেকে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন গোতাবায়া। যদিও শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যম জানায়, তখন মালদ্বীপেই রয়েছেন তিনি। ফলে প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত গোতাবায়া কোথায় রয়েছেন সেবিষয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এদিকে জানা গিয়েছে, বুধবার মালে পৌঁছনোর পরে গোতাবায়া টেলিফোনে শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার ওয়াই অবেবর্ধনেকে জানিয়েছিলেন বুধবারই পদত্যাগ করবেন তিনি। সেইমতো সাংবাদিক বৈঠক করেও একথা জানিয়ে দেন স্পিকার। এবং ২০ জুলাই নয়া প্রেসিডেন্ট নির্বাচনের কথাও ঘোষণা করেন। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইস্তফা সংক্রান্ত কোনও খবর মেলেনি।

এদিকে গোতাবায়া ইস্তফা না দিলে শ্রীলঙ্কাতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার নিজের পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন গোতাবায়া। যদিও গোতাবায়া ইস্তফা না দিলেও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে বিক্ষোভকারীদের নিশানায় পড়েছেন তিনিও। তাঁর সরকারি দফতর ও বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।


spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...