Sunday, January 18, 2026

দলত্যাগ বিরোধী আইনে নির্দিষ্ট সময়ে পদক্ষেপ হোক: দাবি ওম বিড়লার

Date:

Share post:

দলত্যাগ বিরোধী আইনের(Anti Defection Law) সব অভিযোগের নিস্পত্তি হোক নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এমনটাই চাইছেন লোকসভার(Loksabha) স্পিকার ওম বিড়লা(Om Birla)। এরপরই জল্পনা শুরু হয়েছে তবে কি দলত্যাগ বিরোধী আইনে সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার? সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের(Monsoon session) আগে স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনে এই বিষয়টিতেই জোর দেবেন লোকসভার স্পিকার।

শুক্রবার থেকে সংসদ ভবনে শুরু হয়েছে সর্বভারতীয় স্পিকার সম্মেলন। দেশের সব রাজ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকাররা এই সম্মেলনে অংশ নেবেন। এদিন এই সম্মেলনের সূচনা করেন ওম বিড়লা। সংসদ সূত্রের খবর, ওম বিড়লা চাইছেন দলত্যাগ বিরোধী আইনের সব অভিযোগের নিস্পত্তি হোক নির্দিষ্ট সময়সীমার মধ্যে। স্পিকারদের সম্মেলনে মূলত এই বিষয়টিতেই জোর দেবেন তিনি। এছাড়াও অধিবেশনে সদস্যদের শালীনতা, অনুশাসন, সাধারণ জনতার অংশীদারী বাড়ানো-সহ আইনসভার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

উল্লেখ্য, গতবছর বাদল অধিবেশনে ওম বিড়লা প্রকাশ্যে জানিয়েছিলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে দলত্যাগ বিরোধী আইন প্রক্রিয়া পালন হওয়া উচিত। আমি সরকারের কাছে অনুরোধ করব, যাতে তারা দলবদল সংক্রান্ত আইন (Anti defection law) সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।” শুধু তাই নয় গত একবছর ধরেই বিজেপির অন্দরে এবিষয়ে আলোচনা চলছে। ফলস্বরূপ মনে করা হচ্ছে, আসন্ন অধিবেসনে এই সংক্রান্ত বিল পাশ করতে পারে সরকার। অবশ্য যেভাবে দলত্যাগের পরিমাণ বেড়ে চলেছে তাতে এবিষয়ে দ্রুত পদক্ষেপ চাইছেন বিশেষজ্ঞরাও। যদিও এই সংশোধনী এলে তাতে আদতে চাপে পড়বে বিজেপি নিজেই, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, অন্য বিরোধী দলের সদস্যরাই বিজেপিতে যোগ দিচ্ছেন।


spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...