Saturday, May 17, 2025

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১, নিখোঁজ শিশু

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে টিনের শেড ভেঙে কারখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী বাস। এর জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে রায়গঞ্জের রূপাহারের ঘুঘুডাঙা এলাকায়। এর জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এক বাস যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। বাসের সিটের নীচে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হাওড়ায় ৬ জনের রহস্যমৃত্যু! মদের ঠেকে ভাঙচুর
জানা গিয়েছে, বুধবার ভোরে কলকাতা থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। পথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কারখানার টিনের বেড়ায় সজোরে ধাক্কা মারে ও তা ভেঙে ভিতরে ঢুকে যায়। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই প্রাথমিকভাবে হাত লাগান উদ্ধারকাজে। এরপর পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ, দমকল ও স্থানীয়দের তৎপরতার জানলা ভেঙে উদ্ধার করা হয় চালককে। এরপরই বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯ জন আহত হয়েছিলেন। একজনকে মৃত অবস্থায়ই উদ্ধার করা হয় বাস থেকে। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫অ বছর। আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনায় নিখোঁজ এক শিশু। তার খোঁজ চলছে।কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।




spot_img

Related articles

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...