AIFF: ফিফার দেওয়া সময়সীমার মধ্যেই হতে পারে ফুটবল ফেডারেশনে নির্বাচন

বৃহস্পতিবার ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বহু আলোচ্য খসড়া সংবিধানের সংঘাত নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি। সকাল ১১টা নাগাদ শুরু হয়েছিল এই শুনানি।

0
5

ফিফার (FIFA) দেওয়া চূড়ান্ত সময়সীমার মধ্যেই ফুটবল ফেডারেশনে নির্বাচন হওয়ার সম্ভাবনা বাড়ছে। সিওএ-র তৈরি খসড়া গঠনতন্ত্রে আপত্তি জানিয়ে রাজ্য সংস্থাগুলি এবং ফেডারেশনের মার্কেটিং পার্টনার এফএসডিএল আদালতের দ্বারস্থ হয়েছিল। শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, আদালত ফেডারেশনের বাণিজ্যিক দিকটায় হস্তক্ষেপ করবে না। নতুন নির্বাচিত কমিটি বিষয়টি দেখবে। ২৮ জুলাই চূড়ান্ত শুনানি এবং সেদিনই রায় দিতে পারে সর্বোচ্চ আদালত।

এবং শুনানির পরে চুড়ান্ত সংবিধান গঠন হলে, ফেডারেশনকে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। ফিফা-এএফসির তরফ থেকে জানানো হয়েছিল, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন:Kl Rahul: করোনায় আক্রান্ত কে এল রাহুল, জানালেন বিসিসিআই সভাপতি