Thursday, November 13, 2025

কালীপুজো নিয়ে লেকচার সিরিজ, ফের বিতর্কে বিশ্বভারতী

Date:

Share post:

সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে সম্প্রতি অনেকখানি নিচে নেমেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতী(Viswabharati)। আর সেই বিতর্কের মাঝেই এবার বিশ্ববিদ্যালয়ে কালীপুজো(Kali puja) নিয়ে লেকচার সিরিজের আয়োজন করে প্রবল সমালোচনার মুখে পড়তে হল এই শিক্ষাপ্রতিষ্ঠানকে। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর(Supriyo Thakur)।

প্রতিবছরই লেকচার সিরিজের আয়োজন করে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়। নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৫ জুলাই হবে লেকচার সিরিজ। বিষয় থাকবে ‘কালীপুজোর ধারণা’। আর এই বিতর্ক সিরিজে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অধ্যাপক, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি থাকবেন শারদআত্মানন্দ মহারাজ। উল্লেখ্য, মূর্তি পুজোয় বিশ্বাসী নয় বিশ্বভারতী। এখানে পালিত হয় ব্রহ্ম ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো হয় তাঁর চেয়ারে পুষ্পার্পণ করে। তাহলে কেন কালী পুজোর ধারণা নিয়ে লেকচার সিরিজের আয়োজন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

এদিকে সম্প্রতি কালী প্রসঙ্গে মন্তব্য করে রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে ব্যাপকভাবে সরব হয়েছে বঙ্গ বিজেপি। প্রতিবাদ স্বরূপ জুলাই মাসে কলকাতায় কালীপুজোর আয়োজন করেছে বিজেপি। এই পরিস্থিতির মাঝে কালীপুজো নিয়ে লেকচার সিরিজে রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি, এই ইস্যুতে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, “বিশ্বভারতীতে এই ধরণের আলোচনা প্রথম এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” গোটা বিষয়টার নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপি সরকারের কাছে ভাল সাজতে উপাচার্য এই ধরনের লেকচার সিরিজের আয়োজন করেছেন। যা বিশ্বভারতীর রীতি বিরুদ্ধ। এই বিষয়টি মেনে নিতে পারছেন না আবাসিকরাও।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...