Tuesday, November 11, 2025

দ্রৌপদীর সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট অসম, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে

Date:

Share post:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে(Presidencial Election) ৬৪ শতাংশের বেশি ভোট পেয়ে বড় জয় পেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন তিনি। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর সমর্থনে বিরোধী শিবির(Opposition) থেকে দেখা গেল ব্যাপক ক্রস ভোটিং(Cross Vote)। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বিরোধী শিবির।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এনডিএ-র চমক ছিল আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। যদিও জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে হাজারখানেক ভোট কম ছিল বিজেপির। তবে আদিবাসী নেত্রী হওয়ায় মুর্মুকে সমর্থন দিয়েছিল বিজেডি, জেএমএম-এর মতো দলগুলি। এনডিএর ২০ টি দল সহ সব মিলিয়ে ৪৪ টি দল সমর্থন করে এনডিএ প্রার্থীকে। তারপরও নির্বাচনে দেখা গেল বিপুল পরিমাণ ক্রসভোট। সুত্রের খবর, তৃতীয় রাউন্ডের শেষে ১৭ জন সাংসদ ও ১২৫ জনের বেশি বিধায়ক দ্রৌপদীর সমর্থনে দিয়েছেন ক্রস ভোট। সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত রিপোর্ট বলছে এই তালিকায় বিহারের ৬ জন, অরুণাচল প্রদেশে ১ জন, অসমে ২২ জন, ছত্তীসগঢ়ে ৬ জন, গোয়ায় ৪ জন, গুজরাটে ১০ জন, হরিয়ানায় ১ জন, হিমাচল প্রদেশে ২ জন, ঝাড়খণ্ডে ১০ জন, মধ্যপ্রদেশে ১৮ জন, মহারাষ্ট্রে ১৬ জন, মেঘালয়ে ৭ জন ক্রস ভোট দিয়েছেন। বাংলাতেও ১ জন তৃণমূল বিধায়ক ক্রস ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আর এই ঘটনায় রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দ্রৌপদী মুর্মুর জাতিগত পরিচয়ের কারণে অনেকেই বিবেকের ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দিয়েছেন। এদিক থেকে মোদি-শাহের চাল কার্যকর কয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানে দলের চেয়ে জাতি গুরুত্ব পেয়েছে একাধিক রাজ্যে জনপ্রতিনিধিদের মধ্যে। অন্তত নির্বাচনী রিপোর্ট সে দিকেই ইঙ্গিত করছে।


spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...