Sunday, August 24, 2025

দ্রৌপদীর সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট অসম, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে

Date:

Share post:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে(Presidencial Election) ৬৪ শতাংশের বেশি ভোট পেয়ে বড় জয় পেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন তিনি। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর সমর্থনে বিরোধী শিবির(Opposition) থেকে দেখা গেল ব্যাপক ক্রস ভোটিং(Cross Vote)। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বিরোধী শিবির।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এনডিএ-র চমক ছিল আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। যদিও জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে হাজারখানেক ভোট কম ছিল বিজেপির। তবে আদিবাসী নেত্রী হওয়ায় মুর্মুকে সমর্থন দিয়েছিল বিজেডি, জেএমএম-এর মতো দলগুলি। এনডিএর ২০ টি দল সহ সব মিলিয়ে ৪৪ টি দল সমর্থন করে এনডিএ প্রার্থীকে। তারপরও নির্বাচনে দেখা গেল বিপুল পরিমাণ ক্রসভোট। সুত্রের খবর, তৃতীয় রাউন্ডের শেষে ১৭ জন সাংসদ ও ১২৫ জনের বেশি বিধায়ক দ্রৌপদীর সমর্থনে দিয়েছেন ক্রস ভোট। সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত রিপোর্ট বলছে এই তালিকায় বিহারের ৬ জন, অরুণাচল প্রদেশে ১ জন, অসমে ২২ জন, ছত্তীসগঢ়ে ৬ জন, গোয়ায় ৪ জন, গুজরাটে ১০ জন, হরিয়ানায় ১ জন, হিমাচল প্রদেশে ২ জন, ঝাড়খণ্ডে ১০ জন, মধ্যপ্রদেশে ১৮ জন, মহারাষ্ট্রে ১৬ জন, মেঘালয়ে ৭ জন ক্রস ভোট দিয়েছেন। বাংলাতেও ১ জন তৃণমূল বিধায়ক ক্রস ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আর এই ঘটনায় রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দ্রৌপদী মুর্মুর জাতিগত পরিচয়ের কারণে অনেকেই বিবেকের ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দিয়েছেন। এদিক থেকে মোদি-শাহের চাল কার্যকর কয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানে দলের চেয়ে জাতি গুরুত্ব পেয়েছে একাধিক রাজ্যে জনপ্রতিনিধিদের মধ্যে। অন্তত নির্বাচনী রিপোর্ট সে দিকেই ইঙ্গিত করছে।


spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...