Tuesday, January 13, 2026

BCCI: আইপিএলের টাকা ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবে বোর্ড : সূত্র

Date:

Share post:

আইপিএলের (IPL) টাকা লাগানো হবে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বোর্ডের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। গত মরশুমের রঞ্জি ট্রফিতে (RanjiTrophy) ডিআরএস (DRS) ছিল না বলে সমালোচিত হয়েছিল বোর্ড। ডিআরএস-এ প্রচুর টাকা খরচ হয় বলে জানিয়ে ছিল বিসিসিআই। এই নিয়ে সেই সময় সমলোচিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। গোটা রঞ্জি ট্রফিতেই থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আইপিএলের টেলিভিশন স্বত্ব বিক্রি করে বোর্ড বিপুল আয় করেছে, সেই টাকা ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানো হবে জানিয়েছে বোর্ডের এক সূত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানাচ্ছে, অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রঞ্জি-সহ ঘরোয়া ক্রিকেটের প্রায় সব প্রতিযোগিতায় এবার থেকে পুরস্কার মূল্য বাড়ানো হবে। গতবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে মধ্যপ্রদেশ পেয়েছিল ২ কোটি টাকা। রানার্স মুম্বই পেয়েছিল ১ কোটি টাকা। এবার সেই পুরস্কারমূল্য বাড়ছে। ঘরোয়া একদিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন দল ২০ লক্ষ টাকা ও রানার্স ১০ লক্ষ টাকা পেয়েছিল। জানা যাচ্ছে, সব ঘরোয়া প্রতিযোগিতারই পুরস্কারমূল্য বাড়ছে। টাকা বাড়ছে মহিলাদের বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়। পুরস্কারমূল্য বেড়ে কত হবে, তা রাজ্য সংস্থাগুলিকে ঠিক করতে বলা হয়েছে। আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হওয়ায় বোর্ডের বিপুল লাভ হয়েছে। সেই কারণেই ঘরোয়া ক্রিকেটেও উন্নতির দিকে নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে জানা যাচ্ছে, আগামী মরশুমের ক্রীড়াসূচি থেকে অবশ্য বাদ পড়তে চলেছে দেওধর ট্রফি। জানা গিয়েছে, এই ট্রফির জন্য সময় বার করা যায়নি। তাই বাদ পড়তে চলেছে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শ্রেয়স

 

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...