Tuesday, January 13, 2026

‘অগ্নিপথ’নিয়োগ প্রকল্প নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

Date:

Share post:

সেনায় ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প নিয়ে কেন্দ্রকে (Central Government)তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর কটাক্ষ, নরেন্দ্র মোদির গবেষণাগারে (Laboratory) নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার জেরে বিপদের মধ্যে দেশের সুরক্ষা ব্যবস্থা।

রবিবার ওয়ানাডের (Wayanad) কংগ্রেস সাংসদ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, মোদির গবেষণার জন্যেই অন্ধকারে চলে যাচ্ছে দেশের যুব সমাজ। চার বছর পর যে অগ্নিবীর-রা সেনার চাকরি হারাবেন, তাঁদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট। যদিও সেনায় নিয়োগের ক্ষেত্রে এই প্রকল্প থেকে কোনওভাবেই সরে আসা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্র।

‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জনস্বার্থ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে আদালতে। এই ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের অধিবেশনও। এর মধ্যেই রবিবার ট্যুইট করে ফের বিতর্ক উস্কে দেন রাহুল গান্ধী। তিনি ট্যুইটে লেখেন, প্রতি বছর ৬০ হাজার সৈনিক অবসর নেন। এর মধ্যে মাত্র ৩ হাজার জনই ফের সরকারি চাকরিতে যোগদান করতে পারেন। চার বছর পর যে হাজার হাজার অগ্নিবীর অবসর নেবেন, তাঁদের ভবিষ্যৎ কী হবে?” ট্যুইটে প্রশ্ন তোলেন রাহুল।

সেনায় জওয়ান পদে নিয়োগের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government)। নতুন নিয়ম অনুযায়ী, সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীরা সেনায় যোগ দিতে আবেদন করতে পারবেন। যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের নাম হবে ‘অগ্নিবীর’। কিন্তু চার বছর পর মাত্র ২৫ শতাংশকেই সেনায় স্থায়ী চাকরি দেবে সরকার। বাকি ৭৫ শতাংশকে ছাড়তে হবে সেনার চাকরি। তবে বেতন বাদে তাঁদের দেওয়া হবে ১১ থেকে ১৩ লক্ষ টাকা। যা সম্পূর্ণ কর মুক্ত (Tax Free)।

 

 

spot_img

Related articles

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...