Sunday, January 11, 2026

হাই কোর্ট সম্পর্কে অপমানজনক মন্তব্য: শুভেন্দুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বার অ্যাসোসিয়েশনের

Date:

Share post:

চরম ঔদ্ধত্য। কলকাতা হাই কোর্ট সম্পর্কেও অপমানজনক-কুরুচিকর মন্তব্য বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। এবার তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কাছে চিঠি পাঠালেন সদস্যরা।

২১ জুলাই সভার অনুমতি চেয়ে কলকাতা আদালত রিট পিটিশন দাখিল করেন বিজেপির হাওড়া জেলা সভাপতি। তবে, সেই সভার অনুমতি দেয়নি পুলিশ। ২০ জুলাই এই আবদনের শুনানির পর শর্তসাপেক্ষে সভা অনুমতি দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য (Mousumi Bhattacharya)। আর তারপরই উচ্চ আদালত সম্পর্কে চূড়ান্ত কুরুচিপূর্ণ, অবমাননাকর মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “রাজ্যে আর কোথাও কেউ ওইদিন সভা করতে পারবে না এই প্রথম নজির তৈরি করা হল এবং কার্যত হাই কোর্টকে দিয়ে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলি সভা করার পক্ষে নয়, সভা করার বিপক্ষে। কিন্তু বিজেপি বিশ্বের সর্ববৃহৎ পার্টি. ১৮ টি রাজ্য চালায় দেশ চালায় তাই বিজেপির সভার অনুমতি মহামান্য উচ্চ আদালত দিল না সেই ঝুঁকিটা হয়তো উচ্চ আদালত নেননি। অশ্বত্থমা হত ইতি গজ। এটাই হল আসল উদ্দেশ্য।…”

এই মন্তব্যের মধ্যে দিয়ে শুধু আদালত অবমাননাই নয়, ঔদ্ধত্যের প্রকাশ বলে বলে মত বার অ্যাসোসিয়ানের। আদালতের ন্যায়নিষ্ঠার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে।

এরপরে শুভেন্দুর বিবৃতির অংশ তুলে চিঠিতে বলা হয়, আদালত বিজেপির প্রতি সংবেদনশীল কারণ এটি বিজেপি “সবচেয়ে বড় রাজনৈতিক দল?” এবং “দেশ চালায়।” শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে হাই কোর্ট বিজেপিকে “ভয়” পায় এবং বিজেপির বিরুদ্ধে আদেশ দেওয়ার “ঝুঁকি” নেবে না। বিরোধী দলনেতার এই মন্তব্য জনমানসে হাই কোর্টের ভাবমূর্তি নষ্ট করছে বলেও মন্তব্য করছে। এই ধরনের বিবৃতি দিয়ে, শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির চিন্তাধারাই প্রকাশ করেননি, জনসাধারণের কাছে আদালতের কর্তৃত্বকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। এই কারণেই শুভেন্দুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বার অ্যাসোসিয়েশনের সদস্যদের। তাঁদের মতে, শুভেন্দুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে, এই ধরনের মানুষরা নিজেদের আইনের উর্ধ্বে মনে করবেন। বিচার ব্যবস্থাকে আরও উপহাস করার চেষ্টা করবেন। অবিলম্বে দেশের মধ্যে অন্যতম সেরা কলকাতা হাই কোর্টের মর্যাদা রক্ষায় সম্মেলিত পদক্ষেপের আবেদন করা হয়েছে চিঠিতে।


spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...