ফের ধাক্কা শেয়ারবাজারে, ৩০৬ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৫,৭৬৬.২২ (⬇️ -০.৫৫%)
🔹নিফটি ১৬,৬৩১.০০ (⬇️ -০.৫৩%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। সোমবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৩০৬ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৮৮ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩০৬.০১ পয়েন্ট বা -০.৫৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৫,৭৬৬.২২। এনএসই নিফটি (NSE Nifty) -৮৮.৪৫ পয়েন্ট বা -০.৫৩ শতাংশ নেমে হয়েছে ১৬,৬৩১.০০।


Previous articleরাজস্থানে দূষিত জল খেয়ে মৃত ৩, অসুস্থ ১২
Next articleবারুইপুরে পার্থর মেয়ের নামে বিশাল বাগান বাড়ি, জানালেন স্থানীয়রা