Saturday, January 10, 2026

Bengal Cricket: বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা

Date:

Share post:

বাংলা ক্রিকেট (Bengal Cricket) দলের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা (Raxmi Ratan Sukla)। সূত্রের খবর, অভিমূন‍্য ঈশ্বরনদের দায়িত্ব নিতে চলেছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার। অপরদিকে ব্যাটিং কোচ করা হচ্ছে ডব্লিউভি রামনকে। সহকারি কোচ ছিলেন সৌরাশিস লাহিড়ী। সূত্রের খবর অনুর্ধ্ব-২৩ বা অনুর্ধ্ব-২৫ দলের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হেড কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লার নাম ঘোষণা করতে চলেছে সিএবি। বাংলার প্রাক্তন এই অধিনায়ক, দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন। ভারতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। খেলা ছাড়ার পর একটা সময় রাজনীতির মঞ্চে পা রাখেন লক্ষ্মী। পাঁচ বছর সেই দায়িত্ব সামলানোর পর রাজনীতিই ছেড়ে দেন তিনি। এরপর ফের ফিরে আসেন মাঠে। তারপর বাংলার অনূর্ধ্ব-২৫ দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় লক্ষ্মীর কাঁধে। অপরদিকে এর আগে দুই দফায় বাংলার কোচের দায়িত্ব সামলেছেন রামন। গত তিন বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ, ভারতের মহিলা সিনিয়র দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রামন। উল্লেখ্য ২০১০ সালে রামনের কোচিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিল বাংলা। ২০১২ সালেই রামনের প্রশিক্ষণে মুম্বইকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতেছিল বাংলা।

সদ‍্য বাংলা দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অরুণ লাল। তাঁর কোচিং-এ এবছর রঞ্জিতে সেমিফাইনাল ওঠে মনোজ তিওয়াড়িরা। তবে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলা। এরপরই শোনা যায় কোচ বদল হতে পারে বাংলা দলের। কে কোচ হবেন সেই নিয়ে বিস্তর আলোচনা হয়। সেই সময় উঠে আসে ওয়াসিম জাফর, অ্যান্ডি ফ্লাওয়ারের মতো নামও।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...