বিদায়লগ্নে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে(Ramnath Kovond) ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শেষদিন ছিল কোবিন্দের। প্রধানমন্ত্রীর(Prime Minister) লেখা চিঠি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সঙ্গে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই চিঠি আমার গভীর ভাবে ছুঁয়ে গিয়েছে। দেশের সহনাগরিকরা আমার প্রতি যে ভালবাসা এবং সম্মান দেখিয়েছেন, প্রধানমন্ত্রীর অন্তর থেকে বলা কথাগুলিতে তা প্রতিফলিত হয়েছে। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।”

প্রাক্তন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছরের দিকে এগিয়ে যাওয়ার পথে দেশের ছোট একটি গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত আপনার ব্যক্তিগত সফর দেশের উন্নয়নকে যেমন তুলে ধরে, সেরকমই তা সাধারম মানুষের অনুপ্রেরণার মতো।” পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে সংবিধানের প্রতি দায়বদ্ধতার জন্য কোবিন্দকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুপাতার চিঠিতে মোদি প্রশংসা করেছেন দেশের প্রথম নাগরিক হিসেবে কোবিন্দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বিচক্ষণতাকে। তিনি লেখেন, “আপনি দেশের প্রথম নাগরিক ছিলেন। কিন্তু সবসময় দেশের দুর্বলতম নাগরিকের উন্নয়নের জন্য আপনার সমবেদনা এবং উদ্বেগ আপনার মধ্যে দেখতে পেয়েছি। দেশের সর্বোচ্চ পদে থেকেও আপনি মাটি এবং তার মানুষের সঙ্গে সংযোগ রেখে গর্ব অনুভব করেছেন, তাঁদের সমস্যার প্রতি সংবেদনশীল থেকেছেন। তাঁদের কী প্রত্যাশা, কী পরিবর্তন প্রয়োজন, তা আপনি যথার্থ ভাবে অনুধাবন করতে পারতেন।”
This letter from Prime Minister @narendramodi has deeply touched me. I take his kind and heartfelt words as a reflection of love and respect fellow citizens have showered on me. I am sincerely grateful to you all. pic.twitter.com/8GBBMnwvYf
— Ram Nath Kovind (@ramnathkovind) July 26, 2022
সবশেষে রামনাথ কোবিন্দকে উদ্দেশ্য করে মোদি লেখেন, “সম্প্রতি আপনি ছাত্রছাত্রীদের যে পরামর্শ দিয়েছেন, তাতেই আপনার জীবনের উদ্দেশ্য প্রতিফলিত হয়। তা হল জীবনে প্রতিষ্ঠিত হলে সমাজকেও সবসময় কিছু ফিরিয়ে দিতে হয়।” এছাড়াও মোদি জানাতে ভোলেননি একসঙ্গে কাজ করার সময় বরাবর রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের সুপরামর্শ পেয়েছেন তিনি। আগামিদিনেও প্রয়োজন হলে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন।
