২৮ জুলাই রাজ্য দফতরে কালীপুজো বাতিল করল বঙ্গ বিজেপি

রাজনৈতিক মহল মনে করছে, কালী বিতর্কের মাঝেই কালীপুজো নিয়ে নতুন করে বিতর্কে জড়াতে নারাজ বিজেপি। সেই কারণেই সিদ্ধান্ত বদল

আগামী, ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু শেষ মূহুর্তে কালীপুজো করা থেকে সরে এলো গেরুয়া শিবির। তবে কেন এই সিদ্ধান্ত বদল, তা এখনও খোলসা করে বিজেপি নেতৃত্ব। যদিও এই অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল।রাজনৈতিক মহল মনে করছে, কালী বিতর্কের মাঝেই কালীপুজো নিয়ে নতুন করে বিতর্কে জড়াতে নারাজ বিজেপি। সেই কারণেই সিদ্ধান্ত বদল। আবার একটি অংশ বলছে, ২৮ জুলাই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যুতে শহরে মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। সেই সেই কারণেই ওইদিন কালীপুজো না করার সিদ্ধান্ত। নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।