Wednesday, November 12, 2025

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপির সহ-সভাপতি

Date:

Share post:

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপির (BJP) সহ-সভাপতি বেরনার্ড এন মারাক (Bernard N Marak)৷ মঙ্গলবার রাতে তাঁকে উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে গ্রেফতার( Arrest) করা হয়। মারাকের পাশাপাশি এই কাজে জড়িত সন্দেহে আরও ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সাত শিশুও। মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, বেরনার্ড একজন প্রাক্তন জঙ্গি নেতা ৷

মেঘালয়ের এই বিজেপি নেতার বিরুদ্ধে শিশুদের যৌনব্যবসায় নামানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ নিয়ে আগেই মামলা হয়েছিল। গত ২৩ জুলাই বিজেপি নেতার রিসর্টে হানা দেয় পুলিশ। সোমবার তুরা আদালত বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। মঙ্গলবার মেঘালয় পুলিশ লুকআউট নোটিশ জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় বার্নার্ড এন মারাককে।

উল্লেখ্য, মেঘালয়ের রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, যখন ওই শিশুদের উদ্ধার করা হয় তখন তারা এতটাই আতঙ্কিত ছিল যে ভালভাবে কথাও বলতে পারছিল না। শুধু মধুচক্র নয়, মানবপাচারের অভিযোগও উঠেছে মারাক-এর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মধুচক্র ও মানবপাচারের মতো গুরুতর অভিযোগ আসায় পুলিশ ওই রিসর্টে তল্লাশি অভিযান চালায়। যদিও ওই নেতার রেহাইয়ের দাবিতে সরব হয়েছেন মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাওয়ারি। তাঁর দাবি, বার্নার্ডের জীবনের ঝুঁকি রয়েছে। তাই রাজ্যপালের কাছে অনুরোধ তাঁকে এই অভিযোগ থেকে রেহাই দেওয়া হোক। তবে বিজেপির সহ-সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে ওই বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমত ক্ষুব্ধ মেঘালয়বাসী।


spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...