Wednesday, November 12, 2025

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপির সহ-সভাপতি

Date:

Share post:

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপির (BJP) সহ-সভাপতি বেরনার্ড এন মারাক (Bernard N Marak)৷ মঙ্গলবার রাতে তাঁকে উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে গ্রেফতার( Arrest) করা হয়। মারাকের পাশাপাশি এই কাজে জড়িত সন্দেহে আরও ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সাত শিশুও। মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, বেরনার্ড একজন প্রাক্তন জঙ্গি নেতা ৷

মেঘালয়ের এই বিজেপি নেতার বিরুদ্ধে শিশুদের যৌনব্যবসায় নামানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ নিয়ে আগেই মামলা হয়েছিল। গত ২৩ জুলাই বিজেপি নেতার রিসর্টে হানা দেয় পুলিশ। সোমবার তুরা আদালত বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। মঙ্গলবার মেঘালয় পুলিশ লুকআউট নোটিশ জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় বার্নার্ড এন মারাককে।

উল্লেখ্য, মেঘালয়ের রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, যখন ওই শিশুদের উদ্ধার করা হয় তখন তারা এতটাই আতঙ্কিত ছিল যে ভালভাবে কথাও বলতে পারছিল না। শুধু মধুচক্র নয়, মানবপাচারের অভিযোগও উঠেছে মারাক-এর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মধুচক্র ও মানবপাচারের মতো গুরুতর অভিযোগ আসায় পুলিশ ওই রিসর্টে তল্লাশি অভিযান চালায়। যদিও ওই নেতার রেহাইয়ের দাবিতে সরব হয়েছেন মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাওয়ারি। তাঁর দাবি, বার্নার্ডের জীবনের ঝুঁকি রয়েছে। তাই রাজ্যপালের কাছে অনুরোধ তাঁকে এই অভিযোগ থেকে রেহাই দেওয়া হোক। তবে বিজেপির সহ-সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে ওই বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমত ক্ষুব্ধ মেঘালয়বাসী।


spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...