Sunday, January 11, 2026

করোনায় দেশে কতজন চিকিৎসকের মৃত্যু? কোনও উত্তর নেই সরকারের কাছে

Date:

Share post:

করোনাকালে(COVID) দেশে মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে। এবার করোনা কালে দেশে দু বছরের কতজন চিকিৎসক(Doctors) মারা গিয়েছেন তার কোন উত্তর দিতে পারল না সরকার।

গত মঙ্গলবার সংসদে প্রশ্ন উঠেছিল দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতে থাকা এই যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা নিয়ে। সেখানেই সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানান, এ নিয়ে পৃথক কোন তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। আইএমএ-র তরফে দাবি করা হয়েছিল, গত দু’বছরে করোনা মোকাবিলা করতে গিয়ে ১৬০০-রও বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে আইএম এর দাবির সঙ্গে একেবারেই সহমত নয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, পেশা বা অন্য কোনওভাবে করোনায় মৃত্যুর পৃথক পৃথক তথ্য কেন্দ্রীয়ভাবে রাখা হয়নি। অবশ্য তিনি জানান, ২৩ জুলাই পর্যন্ত করোনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ মোট ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতেও সংসদে সরকার করোনায় মৃত চিকিৎসকদের সংখ্যা নিয়ে আইএমএ-র তথ্যের সঙ্গে সহমত হয়নি। সেই সময় রাজ্যসভায় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৬২ জন চিকিৎসক করোনায় মারা গিয়েছেন। এছাড়াও ১০৭ জন নার্স, ৪৪ জন আশা কর্মী সংক্রমণে প্রাণ হারিয়েছেন। সরকারের এই তথ্য অস্বীকার করে আইএমএ ৭৩৪ জন চিকিৎসকের মৃত্যুর দাবি করেছিল। এবার অবশ্য সরকার আলাদাভাবে কোনও তথ্য নেই বলে জানিয়েছে। আইএমএ’র প্রেসিডেন্ট ডাঃ শাহজানন্দ প্রসাদ সিং বলেন, করোনার প্রথম ঢেউয়ে ৭৫৭ জন চিকিৎসক প্রাণ হারান। তারমধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গিয়েছেন তামিলনাড়ুতে (৯০)। তারপর রয়েছে, পশ্চিমবঙ্গ (৮০)।


spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...