ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৭১২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,৫৭০.২৫ (⬆️ ১.২৫%)

🔹নিফটি ১৭,১৫৮.২৫ (⬆️ ১.৩৫%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। বৃহস্পতিবারের পর শুক্রবার আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৭১২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২২৮ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৭১২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭১২.৪৬ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৫৭০.২৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ২২৮.৬৫ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,১৫৮.২৫।


Previous articleবিতর্কে বিশ্বভারতী: মার্কশিট উধাও, ভাইরাল অধ্যাপকের ঘনিষ্ঠ ছবি
Next article‘‘স্যর অত্যন্ত মানবিক”, অভিষেকের সঙ্গে বৈঠকের পর হাসিমুখে জানালেন SSC চাকরিপ্রার্থীরা