Tuesday, August 26, 2025

অভিষেকের বৈঠক নিয়ে আক্রমণের চেষ্টা, বিজেপির মুখের উপর জবাব তৃণমূলের

Date:

Share post:

আন্দোলনরত এসএসসি (SSC) চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বৈঠক অত্যন্ত সদার্থক। জট খোলার চেষ্টা চলছে। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীদের নেতা শহিদুল্লা জানান “স্যর অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক।” আর এতেই গায়ে জ্বালা ধরেছে বিরোধীদের। একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেওয়া বৈঠককেও বিভিন্ন মহলের মাধ্যমে তারা প্রশ্নের মুখে ফেলতে চাইছে। তাদের মতে, রাজ্য সরকারের কোনও পদে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তিনি আশ্বাস দেন কীভাবে? তবে এই প্রশ্নের জবাবে পাল্টা আক্রমণ শাণিয়েছেন তৃণমূল নেতৃত্বও।

বিরোধীদের মন্তব্য, চাকরিপ্রার্থীদের আশ্বাস দিতে পারে রাজ্য সরকার বা শিক্ষা দফতর। অভিষেক তো রাজ্য সরকারের কোনও পদে নেই। তিনি কীভাবে সরকারি চাকরির আশ্বাস দিতে পারেন? এই প্রশ্নের সপাটে জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের একটি সূত্র, ছবি প্রকাশ করে দেখিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে পাশে বসিয়ে বৈঠক করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। সেখানে বাংলাদেশ, পোল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যের শাসকদল প্রশ্ন তুলেছে, এক্ষেত্রে কীভাবে জে পি নাড্ডা এদের সঙ্গে বৈঠক করেন? তিনি তো কেন্দ্রীয় সরকারের কেউ নন। তৃণমূলের মতে, অভিষেকের সদর্থক ভূমিকা চাকরিপ্রার্থীদের মনে ভরসা যুগিয়েছে। এতেই গলা শুকিয়ে গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। কারণ, তাদের উস্কানিমূলক রাজনৈতিক ষড়যন্ত্র এক্ষেত্রে কাজে আসবে না বলেই আশঙ্কিত তারা। এই কারণেই এখন ভিত্তিহীন প্রশ্ন তুলে তুলছে।

আরও পড়ুন- বিরোধীদের চাপে অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার

 

spot_img

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...