Monday, November 10, 2025

অভিষেকের বৈঠক নিয়ে আক্রমণের চেষ্টা, বিজেপির মুখের উপর জবাব তৃণমূলের

Date:

Share post:

আন্দোলনরত এসএসসি (SSC) চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বৈঠক অত্যন্ত সদার্থক। জট খোলার চেষ্টা চলছে। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীদের নেতা শহিদুল্লা জানান “স্যর অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক।” আর এতেই গায়ে জ্বালা ধরেছে বিরোধীদের। একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেওয়া বৈঠককেও বিভিন্ন মহলের মাধ্যমে তারা প্রশ্নের মুখে ফেলতে চাইছে। তাদের মতে, রাজ্য সরকারের কোনও পদে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তিনি আশ্বাস দেন কীভাবে? তবে এই প্রশ্নের জবাবে পাল্টা আক্রমণ শাণিয়েছেন তৃণমূল নেতৃত্বও।

বিরোধীদের মন্তব্য, চাকরিপ্রার্থীদের আশ্বাস দিতে পারে রাজ্য সরকার বা শিক্ষা দফতর। অভিষেক তো রাজ্য সরকারের কোনও পদে নেই। তিনি কীভাবে সরকারি চাকরির আশ্বাস দিতে পারেন? এই প্রশ্নের সপাটে জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের একটি সূত্র, ছবি প্রকাশ করে দেখিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে পাশে বসিয়ে বৈঠক করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। সেখানে বাংলাদেশ, পোল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যের শাসকদল প্রশ্ন তুলেছে, এক্ষেত্রে কীভাবে জে পি নাড্ডা এদের সঙ্গে বৈঠক করেন? তিনি তো কেন্দ্রীয় সরকারের কেউ নন। তৃণমূলের মতে, অভিষেকের সদর্থক ভূমিকা চাকরিপ্রার্থীদের মনে ভরসা যুগিয়েছে। এতেই গলা শুকিয়ে গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। কারণ, তাদের উস্কানিমূলক রাজনৈতিক ষড়যন্ত্র এক্ষেত্রে কাজে আসবে না বলেই আশঙ্কিত তারা। এই কারণেই এখন ভিত্তিহীন প্রশ্ন তুলে তুলছে।

আরও পড়ুন- বিরোধীদের চাপে অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...