খোদ শুভেন্দুর গড়েই  সমবায় সমিতির নির্বাচনে গোহারা বিজেপি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে ফের ধাক্কা খেল বিজেপি। কাঁথিতে পুরসভার পর এবার সমবায় সমিতির নির্বাচনেও ভরাডুবি হল বিজেপির।এই ফলে রীতিমতো হতাশ হতে হল গেরুয়া শিবিরকে।শুধুমাতের তাই নয়, কাঁথি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পদ্মপুখুরিয়া পদ্মশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে খাতাই খুলতে পারল না বিজেপি।

আরও পড়ুন- অর্পিতার সঙ্গে যৌথ অ্যাকাউন্টে আরও ৮কোটির হদিশ! পার্থ বললেন, “আমার কোনও টাকা নেই”

শনিবার সমিতির ৯টি ডিরেক্টর পদের জন্যে ভোট হয়।এই ভোট ঘিরে বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল চরমে। মোট ভোটারের সংখ্যা ছিল ৬৮১। ভোট পড়েছে ৬৩৪টি। তৃণমূল সমর্থিত অফিসিয়াল প্যানেলের সঙ্গে বিজেপির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানেই মুখ থুবড়ে পড়ে বিজেপি। যদিও এই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।শাসকদলের বক্তব্য, আসলে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।এটাই ওদের আসল চেহারা।