Sunday, November 9, 2025

ঝাড়খণ্ড বিধায়ক-কাণ্ডে কিছুই জানেন না! সিআইডি জেরায় দায় এড়াচ্ছেন মহেন্দ্র

Date:

Share post:

ঝাড়খণ্ডের বিধায়কদের (Jharkhand MLA) কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে (Mahendra Agarwal) বৃহস্পতিবার, গ্রেফতার করেছে সিআইডি (CID)। এই ব্যবসায়ীই ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কদের কাছে ৪৯ লক্ষ টাকা পৌঁছে দিয়েছিল বলে জানাচ্ছেন তদন্তকারীরা। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালেদ জানান, মহেন্দ্র আগরওয়ালকে ইতিমধ্যে তাঁকে জেরা (Interrogaion) করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ব্যবসায়ীকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি। উদ্ধার হওয়া টাকা ব্যবসায়ীর কাছে কীভাবে এলো? তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু জেরায় মহেন্দ্র আগরওয়াল কোনওভাবেই সহযোগিতা করছেন না বলে অভিযোগ। এমনকী, তিন বিধায়কের থেকে পাওয়া টাকার ব্যাগ সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে জানান মহেন্দ্র। তদন্তকারীদের অনুমান হাওয়ালার (Hawala) সঙ্গে সরাসরি যোগ রয়েছে ব্যবসায়ীর (Bussinessman)। তাই মহেন্দ্রকে ম্যারাথন জেরা করে দ্রুত রহস্যের কিনারা করতে চাইছে সিআইডি।

আরও পড়ুন- দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর, সঙ্গে অভিষেকও: একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে ঠাসা সফর

বুধবারই মহেন্দ্র আগরওয়ালকে আটক করে সিআইডির একটি বিশেষ দল। তারপরই মহেন্দ্রকে নিয়ে আসা হয় ভবানী ভবনে (Bhawani Bhawan)। সেখানে অসুস্থ বোধ করায় তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। সেখানে ঘণ্টা দেড়েক পরীক্ষা নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ীকে। তবে মহেন্দ্রর শরীরিক পরিস্থিতি স্বাভাবিক বলে জানান চিকিৎসকরা। এরপর মহেন্দ্রকে আবারও ভবানী ভবনে নিয়ে আসেন তদন্তকারীরা। রাতভর চলে প্রশ্নোত্তর পর্ব। অবশেষে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় কলকাতার অভিযুক্ত ব্যবসায়ীকে।

এদিকে বুধবার মহেন্দ্র আগরওয়ালের সল্টলেকের বাড়িতেও তল্লাশি অভিযান চালান রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...