Wednesday, January 7, 2026

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, এফআইআর দায়ের প্রশাসনের

Date:

Share post:

১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল। মালদহে দুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মালদহের রতুয়ার কাহালা এবং বাহারাল গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন বিডিও। রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের।ব্লক ও জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে দুর্নীতি প্রকাশ্যে আশায় ওই দুই গ্রাম পঞ্চায়েতের একাধিক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রতুয়া-১ নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, কাহালা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৫১ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি, ওই একই ব্লকে বাহারাল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। একশো দিনের কাজের প্রকল্পে ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে এইদুই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে জেলা প্রশাসন। প্রাথমিক তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় গত ২০ মে এই দুই গ্রাম পঞ্চায়েতের দুজন গ্রাম রোজকার সহায়ককে চাকরি থেকে বরখাস্ত করে প্রশাসন। এছাড়াও বরখাস্ত করা হয় রতুয়া-১ ব্লকের তৎকালীন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকেও।
পঞ্চায়েতের তিনজন করে মোট ছ’জন কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসায় গ্রাম পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে প্রশাসন। কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অর্থ তছরূপের ঘটনায় আর কারা জড়িত, পুলিশি তদন্তে তা প্রকাশ্যে আসবে বলে আশা প্রশাসনের।
মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০০ দিনের কাজের প্রকল্পের এই দুর্নীতির অভিযোগ নিয়ে জেলার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তের কাজ চলছে। এর পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে। পুলিশি তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, প্রশাসন অভিযোগ তদন্ত করে দেখছে। দুর্নীতি করে থাকলে সে যেই হোন না কেন, আইনগতভাবে শাস্তি পাবেন। অর্থ তছরুপের ঘটনায় দল কাউকে রেয়াত করবে না।

 

 

 

spot_img

Related articles

সৌমিতৃষা নামের মানে জানেন না পরমা, বয়স্ক বলে গায়িকাকে খোঁচা অভিনেত্রীর

স্যোশাল মিডিয়া বড় অদ্ভুত বটে। নিজের মনের জানা অজানা ব্যক্ত করতে এই মাধ্যমকে বেছে নিতে গিয়ে বারবার সমালোচনা...

আদি-নব্য মিলিয়ে বিজেপি নয়া রাজ্য কমিটি শমীকের, গোষ্ঠীদ্বন্দ্ব মিটবে কি-প্রশ্ন সবমহলের

রাজ্য সভাপতি নাম ঘোষণার প্রায় ৬মাস পরে নতুন রাজ্য কমিটি ঘোষণা বল বঙ্গ বিজেপি (BJP)। নতুনদের পাশাপাশি কয়েকজন...

ঝাড়খণ্ডে হাতির তাণ্ডব, পাঁচদিনে মৃত ১৯!

ঝাড়খণ্ডের চাইবাসায় হাতির তাণ্ডব (Elephant rampage in Chaibasa, Jharkhand)। গত পাঁচ দিন ধরে এক দাঁতালের হামলায় প্রাণ গিয়েছে...

চারিগ্রামে ব্যতিক্রমী বইমেলা: বইকে আপন করল প্রান্তিক পড়ুয়ারা

বর্তমান প্রজন্ম বই পড়তে ভালোবাসে না’—এই প্রচলিত ধারণাকে কার্যত চ্যালেঞ্জ জানাল চারিগ্রাম রামকৃষ্ণ মিশন আদর্শ বালিকা বিদ্যালয়। সোমবার...