খাস কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু স্কুল পড়ুয়ার, সতর্ক পুরসভা

বিশাখ মুখোপাধ্যায় (Bisakh Mukhopadhyay) অত্যন্ত মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুরসভা।

ডেঙ্গিতে (Dengue) খাস কলকাতায় মৃত্যু হল স্কুল পড়ুয়ার। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কালীঘাটে (Kalighat) ৮৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশাখ মুখোপাধ্যায় নামের এক অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। জ্বর হওয়ায় সোমবার, বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেই হাসপাতালের কর্মী ওই ছাত্রের মা। সেখানেই বৃহস্পতিবার, সকালে তার মৃত্যু হয়।

বিশাখ মুখোপাধ্যায় (Bisakh Mukhopadhyay) অত্যন্ত মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুরসভা। স্থানীয় কাউন্সিলর বলেন, অনেকেই বাড়িতে জল জমিয়ে রাখা হচ্ছে। এই ফলে মশার উপদ্রব বাড়ছে। জানা গেছে ঐ ওয়ার্ডের আরও ২২ জন আক্রান্ত। এই বিষয়ে কড়া পদক্ষেপ করছে পুরসভা।

Previous articleদেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন উদয় উমেশ ললিত
Next article১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, এফআইআর দায়ের প্রশাসনের