Wednesday, November 12, 2025

গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যু: কড়া পদক্ষেপ লালবাজারের, ক্লোজ অভিযুক্ত ২ পুলিশকর্মী

Date:

Share post:

কলকাতায় যুবকের রহস্যমৃত্যু (Mysterious Death)। দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানা (Golf Green Police Station) এলাকার আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার (Dipankar Saha) মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও যুবকের মাদকাসক্তির কথা স্বীকার পরিবারের। তদন্তে নেমে ২ পুলিশকর্মীকে ক্লোজ করল লালবাজার।

রবিবার দীপঙ্কর ও তাঁর ৪ বন্ধু প্রকাশ্যে মাদক (Drugs) নিচ্ছিলেন বলে অভিযোগ। টহলদারির সময় দেখতে পেয়ে তাঁদের থানায় নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। রাতে বাড়ি ফিরে যান দীপঙ্কর। শুক্রবার, তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের মারেই জখম হয়ে মৃত্যু হয়েছে ৩৪ বছরের দীপঙ্করের। ইতিমধ্যে মৃতের ময়না তদন্তের রিপোর্ট (Post Mortem Report) হাতে এসেছে পুলিশের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার (Lalbazar)। তদন্তে নেমে গল্ফগ্রিনের ২ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

তবে থানার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে জানা গিয়েছে, রবিবার রাত ১০ টা ২৬ নাগাদ তাঁদের নিয়ে যায় পুলিশ। এরপর অভিযুক্তদের থানায় বসিয়ে রাখা হয়েছিল। তবে আধ ঘণ্টার মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। থানা থেকে হেঁটেই বেরতে দেখা যায় দীপঙ্করদের। এরপর বাড়ি ফিরে বৃহস্পতিবার রাত থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুক্রবার সকালেই হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্করের। পরিবারের তরফেও ছেলের মাদকাসক্তির (Drug Addiction) কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

তবে দীপঙ্করের শরীরে যে আঘাতের চিহ্ন আছে, তা গত রবিবারের নয় বলেই প্রাথমিক তদন্তে অনুমান। থানার বাইরে দীপঙ্করকে কোথাও মারধর করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...