Tuesday, November 11, 2025

গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যু: কড়া পদক্ষেপ লালবাজারের, ক্লোজ অভিযুক্ত ২ পুলিশকর্মী

Date:

Share post:

কলকাতায় যুবকের রহস্যমৃত্যু (Mysterious Death)। দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানা (Golf Green Police Station) এলাকার আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার (Dipankar Saha) মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও যুবকের মাদকাসক্তির কথা স্বীকার পরিবারের। তদন্তে নেমে ২ পুলিশকর্মীকে ক্লোজ করল লালবাজার।

রবিবার দীপঙ্কর ও তাঁর ৪ বন্ধু প্রকাশ্যে মাদক (Drugs) নিচ্ছিলেন বলে অভিযোগ। টহলদারির সময় দেখতে পেয়ে তাঁদের থানায় নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। রাতে বাড়ি ফিরে যান দীপঙ্কর। শুক্রবার, তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের মারেই জখম হয়ে মৃত্যু হয়েছে ৩৪ বছরের দীপঙ্করের। ইতিমধ্যে মৃতের ময়না তদন্তের রিপোর্ট (Post Mortem Report) হাতে এসেছে পুলিশের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার (Lalbazar)। তদন্তে নেমে গল্ফগ্রিনের ২ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

তবে থানার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে জানা গিয়েছে, রবিবার রাত ১০ টা ২৬ নাগাদ তাঁদের নিয়ে যায় পুলিশ। এরপর অভিযুক্তদের থানায় বসিয়ে রাখা হয়েছিল। তবে আধ ঘণ্টার মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। থানা থেকে হেঁটেই বেরতে দেখা যায় দীপঙ্করদের। এরপর বাড়ি ফিরে বৃহস্পতিবার রাত থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুক্রবার সকালেই হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্করের। পরিবারের তরফেও ছেলের মাদকাসক্তির (Drug Addiction) কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

তবে দীপঙ্করের শরীরে যে আঘাতের চিহ্ন আছে, তা গত রবিবারের নয় বলেই প্রাথমিক তদন্তে অনুমান। থানার বাইরে দীপঙ্করকে কোথাও মারধর করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...