Monday, January 12, 2026

ক্লাসরুমে বসেই চলছে মদ্যপান! একাদশ শ্রেণির ছাত্রদের ‘দাদাগিরিতে’অচলাবস্থা সরিষা হাইস্কুলে

Date:

Share post:

ক্লাসের মধ্যেই চলছে দেদার মদ্যপান (Alcohol consumption)। স্কুলের যেখানে সেখানে গুটখার পিক ফেলা থেকে শুরু করে ক্লাসরুমের পাখার ব্লেড দুমড়ে মুচড়ে দেওয়া ,প্রতিদিনই একের পর এক নক্কারজনক ঘটনা ঘটছে। আর এই নিয়েই এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার সরিষা হাইস্কুল (Sarisha High School)। স্কুলের একাদশ শ্রেণির জনা কয়েক ছাত্রের (Students) দাদাগিরিতে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত শিক্ষক-শিক্ষিকাদের। বকাবকি হোক বা কড়া শাসন সবকিছু করেও ছাত্রদের বাগে আনা সম্ভব হচ্ছে না। দিনে দিনে স্কুলে তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

দক্ষিণ ২৪ পরগণার সরিষা হাইস্কুল (Sarisha High School) চত্বরেও ঘটনায় নিন্দায় সরব নেটিজেনরা। যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই একাদশ শ্রেণির ছাত্ররা ক্লাসে নানারকমের কুকর্ম করে বলে জানাচ্ছেন শিক্ষকরা। শুধু ক্লাসরুমে মদ্যপানই নয়, খাতায় ইঙ্গিতপূর্ণ অশ্লীল মন্তব্য লেখা থেকে শুরু করে অন্য ক্লাসের ছাত্রীদের বিরক্ত করার ঘটনাও ঘটছে নিত্য দিন। স্কুলের কাউকেই তোয়াক্কা করেন না এই ছাত্ররা বলে উঠছে অভিযোগ। শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদের যথেষ্ট অপমানিত হতে হয় বলে জানা যাচ্ছে। ক্লাস ইলেভেনের ছাত্রদের এমন কর্মকাণ্ডে রীতিমতো অতিষ্ঠ হয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা (Teachers)। ছাত্রদের এমন কাণ্ডের পেছনে প্রাক্তন ছাত্রদের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে। শিক্ষকরা শিক্ষিকারা একত্রিত হয়ে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছেন। চিঠি পেয়ে দ্রুত অভিভাবকদের সঙ্গে বৈঠকের (Meeting)আশ্বাস দেওয়া হয়েছে। অবিলম্বে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে যথোপযুক্ত পদেক্ষেপ নেওয়া না হলে ক্লাস বয়কটের রাস্তাতেও হাঁটতে পারেন শিক্ষক-শিক্ষিকারা বলে জানা যাচ্ছে। তবে স্কুলের প্রধান শিক্ষক এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি সাফ জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে কথা বলার পরই তিনি এই বিষয়ে মন্তব্য করবেন।

spot_img

Related articles

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...