Wednesday, January 21, 2026

‘‌এই খাবার কুকুরও খাবে না’‌, ফিরোজাবাদে এক পুলিশকর্মীর অভিযোগে উত্তাল যোগী রাজ্য

Date:

Share post:

পুলিশের মেসে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার পুলিশ লাইনে। খোদ এক পুলিশকর্মীই বিষয়টি প্রকাশ্যে এনেছেন।এই গুরুতর অভিযোগ তুলেছেন কনস্টেবল মনোজ কুমার। প্রতিবাদ জানাতে বুধবার ওই কনস্টেবল খাবারের থালা হাতে রাস্তায় বেরিয়ে আসেন। পথচারীদের প্রায় কাঁদতে কাঁদতে বলেন, ‘‌পুলিশকর্মীদের জলের মতো ডাল আর অর্ধেক সেঁকা রুটি খেতে দেওয়া হয়।’‌ তার খাবারে ছিল, একটি প্লেটে রুটি, চাল আর ডাল। তাই নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মনোজ। বলতে থাকেন, ‘‌১২ ঘণ্টা ডিউটির পর এই খাবার খেতে দেওয়া হয় পুলিশ কর্মীদের। এই খাবার কুকুরও খাবে না, এই খাবার খাওয়া যায় না। তার প্রশ্ন, পেটপুরে যদি ঠিকমত খাবার না খাই, তাহলে আমরা ডিউটি করব কীভাবে?‌’‌

যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছুদিন আগেই আশ্বস্ত করেছিলেন, পুষ্টিকর খাবারের জন্য পুলিশ কর্মীদের ভাতা বাড়ানো হবে।ওই কনস্টেবলের দাবি, এরপরও নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে তাঁদের। তিনি অভিযোগ তুলেছেন, পুলিশ সুপার ও ডিসিপির কারসাজিতেই এটা হচ্ছে।’

‌ খাবারের গুণগত মান নিয়ে অভিযোগ তোলায় তাঁকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি মনোজের। তিনি সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। মনোজ বলেছেন, ‘‌দফতরের কেউ এই বিষয়ে নাক গলায় না। ক্যাপ্টেন স্যর আমি প্লেটে রাখা রুটি খেতে বলেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, সৈনিকরা এই খাবার খেতে পারে?‌ আপনার সন্তানরা খেতে পারবে?‌

ওই কনস্টেবলের কথা শুনতে রাস্তায় তখন ভিড় জমে গেছে। তৎক্ষণাৎ বাকি পুলিশকর্মীরা দ্রুত মনোজকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। মনোজের আপলোড করা ভিডিওটি দেখেই গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ফিরোজাবাদ পুলিশ। তবে ড্যামেজ কন্ট্রোলে ফিরোজাবাদ পুলিশ একটি টুইটে জানিয়েছে, ‘‌কনস্টেবল মনোজ কুমার ডিউটিতে অনিয়মিত। অন্তত ১৫ বার নানা ইস্যুতে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।’‌

 

 

spot_img

Related articles

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ...

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কি রাজ্য পুলিশের হাত পা বাঁধা? এবার সেই ধোঁয়াশা পরিষ্কার...

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা।...