Saturday, August 23, 2025

তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, অনির্দিষ্টকালের জন‍্য AIFF-কে নির্বাসিত করল FIFA

Date:

Share post:

আশাঙ্কাই সত‍্যি হল। ভারতীয় ফুটবলকে নির্বাসিত করল ফিফা। যে রকমট ভাবা হয়েছিল, ঠিক তাই ঘটল। মধ্যরাতে প্রেস বিবৃতি দিয়ে ফিফা জানিয়ে দিল, তৃতীয় পক্ষের নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। রাত প্রায় আড়াইটের সময় ভারতের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে এই খবর জানিয়ে দেয় ফিফা। অবিলম্বে অ্যাডমিনিস্ট্রেটরদের সরিয়ে ফেডারেশনের স্বাধীন কমিটি ফেডারেশন পরিচালনার নিয়ন্ত্রণ নেবে। পাশাপাশি অক্টোবর মাসে ভারতের বুকে যে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা, তা নিয়ে ফিফা কাউন্সিল এবার আলোচনায় বসছে। আর এর ফলে সবাই এখন তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে। পুরো বিষয়টি নিয়ে ১৭ সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা।

নির্বাসিত হল ভারতীয় ফুটবল। স্বাধীনতা দিবসের রাতেই ফিফার সদর দফতর জুরিখ থেকে এল এই দুঃসংবাদ। রাত প্রায় আড়াইটের সময় ভারতের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে এই খবর জানিয়ে দেয় ফিফা। আর এর ফলে বিরাট অন্ধকারে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।

কেন এআইএফএফ-কে করল ফিফা? জানা যাচ্ছে, ভারতকে নির্বাসন অন্যতম কারণ হল, ভারতীয় ফুটবলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এ নিয়েই বারবার ভারতীয় ফুটবল সংস্থাকে সর্তক করেছিল ফিফা। ভারতের ফুটবল ফেডারেশনের সমস্যা মেটাতে সরাসরি হস্তক্ষেপ করে ফিফা। ভেঙে দেওয়া হয় প্রফুল্ল প্যাটেলদের কমিটি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গেও বারবার কথা বলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তাদেরকেও বারবার তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি জানিয়েছিল তারা। তাতেও কাজ হয়নি। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয় ফিফা খুবই কড়া। এর আগে পাকিস্তানকেও দুই বছরের জন্য ব্যান করেছিল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার কাছে বড় রকমের নিয়মভঙ্গ। এই জন্যই সর্বসম্মতি ক্রমে ভারতকে ব্যান করার সিদ্ধান্ত নেয় ফিফা। যতদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নির্বাচন করে নতুন কমিটি গঠন করতে না পারবে ততদিন এই ব্যান বহাল থাকবে বলে জানান হয়েছে।

এদিকে মনে করা হচ্ছে, সরতে পারে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ। ফিফার নির্দেশে ভারতীয় ফুটবল ব্যান হওয়ায় এদেশে নাও হতে পারে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা মহিলাদের যুব বিশ্বকাপ।

আরও পড়ুন:ফের শুরু ডার্বির টিকিট বিক্রি

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...