ফুটবলে কিক-অফ করে ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

জমজমাট যুবভারতী ক্রীড়াঙ্গন। মঙ্গলবার, বিকেলে ফুটবলে কিক-অফ করে ডুরান্ড কাপের (Durand Cup) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ঢুকতেই বিউগল বেজে ওঠে।

এরপরে সেনাবাহিনী-সহ বিভিন্ন ব্যান্ডের প্রদর্শনী হয়। সঙ্গীত পরিবেশন করেন পাপন, রুবেল-সহ তারকা শিল্পীরা। এরপরে, মাঠে নেমে ফুটবলে কিক-অফ করে ডুরান্ড কাপের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যান ট্রফির কাছে। সেখানে আলোকচিত্রীদের আবদার মেনে ছবিও তোলেন মমতা। খানিকক্ষণ স্টেডিয়ামে থেকে খেলোয়াড়দের সঙ্গে দেখা করে মাঠ ছাড়েন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে ‘জনহীন’ নকশালপন্থী মহিলা সংগঠনের পথসভা