Monday, May 5, 2025

সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টার

Date:

Share post:

আরও ৬ দিন সিবিআই হেফাজতে (CBI Custody) থাকতে হবে এসএসসি-র (SSC) দুই প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha) ও অশোক সাহাকে (Ashok Saha)। বুধবার দুপুরে এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের আলিপুর আদালতে (Alipore Court) তোলা হলে ২২ অগাস্ট পর্যন্ত হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষেই রায় দেন বিচারপতি। সিবিআইয়ের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে এদিন আদালতে জানান, এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের গত ৭ দিন জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর সেকারণেই তাঁদের হেফাজতে রেখে আরও সওয়াল জবাবের প্রয়োজন বলে জানায় সিবিআই (CBI)। তাদের আইনজীবীদের অভিযোগ এই দুর্নীতির সঙ্গে প্রভাবশালীদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। আর তাঁদের হদিশ পেতেই আদালতের কাছে উপদেষ্টা কমিটির দুই প্রাক্তনীকে হেফাজতে নেওয়ার আর্জি জানান আইনজীবীরা।

সিবিআইয়ের আইনজীবীদের প্রশ্ন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে চাকরির সুপারিশ করার ক্ষমতা কে দিয়েছিলেন? তাঁদের কি অধিকার আছে চাকরির সুপারিশ করার? এরপরই সুপারিশ পত্রে হাতের লেখার সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার হাতের লেখার নমুনা মিলিয়ে দেখার কথা আদালতে জানান সিবিআই আইনজীবীরা। বুধবারই এসএসসি-র উপদেষ্টা কমিটির দুই সদস্যের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। দুপুরে নিজাম প্যালেস (Nizam Palace) থেকে তাঁদের নিয়ে আসা হয় আলিপুর আদালতে।

এদিন অভিযুক্তদের (Accused) আইনজীবী আদালতে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। সিবিআইয়ের আইনজীবীরা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তুলে আদালতে জানান এই মামলার তদন্তে একাধিক নতুন তথ্য সামনে আসছে। আর সেকারণেই দুই প্রাক্তন উপদেষ্টাকে আরও জেরার প্রয়োজন। এদিন দীর্ঘক্ষণ সওয়াল জবাব শেষে প্রথমে রায়দান স্থগিত রাখে আদালত। পরে ৬ দিন সিবিআই হেফাজতের রায় দেন বিচারপতি।

spot_img
spot_img

Related articles

তন্দুরি রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...

ওয়াকফ মামলা হস্তান্তর প্রধান বিচারপতির: কেন্দ্রের সুবিধার আশঙ্কা আইনজীবীদের

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার মামলা এবার শুনবে পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাইয়ের (B R Gavai) বেঞ্চ। প্রধান...

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...