Wednesday, November 5, 2025

ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার, আদালতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ED-র

Date:

Share post:

জামিনের আবেদন খারিজ। ফের ১৪ দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee) একই নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার, শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ইডির (ED) বিশেষ আদালত। তবে এ দিন জামিনের আবেদন করেননি অর্পিতার আইনজীবীরা।

এদিন আদালতে একের পর এক অভিযোগ করেন ইডির আইনজীবী। তাঁদের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল নগদ ও সোনা-রুপা সম্পর্কেও কিছুই বলেননি তিনি। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ করার পর, বয়ানের কাগজ তাঁকে সই করাতে গেলে প্রাক্তন মন্ত্রী নাকি তা ছিঁড়ে ফেলে দেন বলেও আদালতে অভিযোগ ইডির আইনজীবীর।

ইডির তরফে এদিন আদালতে পার্থর ৬০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে বলে জানানো হয়। পার্থ ঘনিষ্ঠদের নামে একাধিক কোম্পানির হদিশ মিলেছে। বিভিন্ন কোম্পানির নামে টাকা ট্রান্সফার হয়েছে। পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত ট্রাস্টের নামে মেদিনীপুরে স্কুল, উত্তর ২৪ পরগনার গোবাগাছিতে ফার্ম হাউস রয়েছে।

এদিন, পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিন চেয়েছিলেন পার্থর আইনজীবী। তিনি জানান, তাঁর মক্কেলের হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটিনিন বেড়েছে, শৌচাগারেও যেতে পারছেন না। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হোক। পাল্টা ইডি-র আইনজীবী বলেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। এদিক-ওদিক যাচ্ছিলেন। ভুবনেশ্বর AIIMS আগেই জানিয়েছিল, এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে পার্থ মিথ্যে কথা বলেছিলেন বলে অভিযোগ ইডির। এরপরেই জামিনের আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...