Tuesday, November 11, 2025

বিপুল সম্পত্তি বৃদ্ধি রাজ্যের ১৭ বিরোধী নেতা-নেত্রীর, আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Date:

Share post:

শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির নিয়ে আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরইমাঝে এবার বিরোধী দলের ১৭ জন নেতা নেত্রীর বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। যার জেরে এবার বিপাকে পড়তে চলেছেন বিরোধী নেতারা। আর এই তালিকায় সর্বাগ্রে রয়েছে সাংসদ শিশির অধিকারীর(Sisir Adhikari) নাম, এর ঠিক পরেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)।

বৃহস্পতিবার কলকাতায় হাইকোর্টে(Kolkata HighCourt) ১৭ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত এই মামলা দায়ের করেন আইনজীবী অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, ওই ১৭ জন নেতা-নেত্রীর সম্পত্তি গত কয়েক বছরে বিপুল পরিমাণে বেড়েছে। কেন এই বৃদ্ধি, আদালত তা খতিয়ে দেখুক। যে তালিকা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে, শিশির অধিকারীর সম্পত্তি ২০০৬ সাল থেকে ২০১৯ সালের মধ্যে স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৫৬৮ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ৬২১৩ শতাংশ। শিশির অধিকারীর স্ত্রীর সম্পত্তিও বেড়েছে ব্যাপকভাবে। ওই সময়কালে তাঁর স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩০০ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ১৭৩৮ শতাংশ। তালিকায় এরপরই রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০০৬-২০২১ এই সময়কালে শুভেন্দুর স্থায়ী সম্পত্তি বেড়েছে ১২৮ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ৮৫৪ শতাংশ।

এছাড়াও আদালত সূত্রে জানা গিয়েছে, যে ১৭ জন বিরোধী নেতা ও নেত্রীর এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি সেই তালিকায় শিশির অধিকারী ও তাঁর পুত্র শুভেন্দু অধিকারীর পাশাপাশি রয়েছেন দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খান, মনোজ কুমার ওঁরাও, আবদুল মান্নান, মিহির ঘোষ, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...