Saturday, August 23, 2025

কেমন আছেন অনুব্রত? আজ ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা

Date:

Share post:

বহুদিন ধরেই একাধিক অসুস্থতায় ভুগছেন অনুব্রত মণ্ডল। তবে গরুপাচার মামলায় আপাতত চার দিন সিবিআই হেফাজতেই রয়েছেন তিনি।  তাই আসানসোলের বিশেষ আদালতের নির্দেশ ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অনুব্রতর। সেই মতো সোমবার ফের আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা হবে। এদিন নিজাম প্যালেস থেকে তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:গরু পাচার মামলায় এবার অনুব্রত কন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

নানাবিধ অসুস্থতা রয়েছে অনুব্রত মণ্ডলের। বহুদিন ধরেই বিশ্রামে ছিলেন তিনি। ফিসচুলার সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং একাধিক ক্রনিক রোগও রয়েছে তাঁর। এমনকি চিকিৎসকরা জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের হার্টে ৭০ শতাংশ ব্লক রয়েছে। পাশপাশি স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে হঠাৎ কিছুক্ষণের দম বন্ধ হয়ে যাওয়া, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের মতো সমস্যাও রয়েছে। এসবের কথা মাথায় রেখেই আদালতের নির্দেশ মেনে তাঁর জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ডও। তাঁরাই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করছেন।

প্রসঙ্গত, গত শনিবার  ১০ দিনের সিবিআই হেফাজত শেষে আদালতে তোলা হয়। আদালতে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, অনুব্রতর শারীরিক অবস্থা ভালো নয়, তাই তাঁকে জামিন দেওয়া হোক। যদি আবেদন খারিজ করে আদালত নির্দেশ দেয়, চারদিন সিবিআই হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...