Sunday, May 18, 2025

ভারতের শীর্ষ নেতৃত্বের উপর হামলার ছক, রাশিয়ায় আটক ISIS জঙ্গি

Date:

Share post:

রাশিয়ার(Russia) মাটিতে বসে আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন(Terrorist Organisation) পরিকল্পনা করছিল চালাচ্ছিল জঙ্গি হামলার ও দেশের শীর্ষ নেতৃত্বদের হত্যার। যদিও তা বাস্তবায়নের আগেই পুতিনের দেশে আটক করা হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক আত্মঘাতী জঙ্গিকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রাশিয়ার গোয়েন্দাদের দাবি, ওই জঙ্গির হিটলিস্টে নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ(Amit Shah) সহ আরএসএসের(RSS) অন্যান্য শীর্ষ নেতা ছিল বলে মনে করা হচ্ছে।

সোমবার ওই আইএস জঙ্গিকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)। রাশিয়ার প্রসাসনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, “নিষিদ্ধ ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসবি। ওই জঙ্গি মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসকদলের এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে।” বিদেশের মাটিতে বসে ভারতে হামলার এমন ভয়াবহ ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসার পর তৎপর হয়ে উঠেছে দেশের গোয়েন্দা বিভাগ।

উল্লেখ্য, ২০২১ সালে ভারতে আইএস-এর কার্যকলাপ নিয়ে একটি উদ্বেগজনক রিপোর্ট পেশ করে রাষ্ট্রসংঘ। সেখানে বলা হয়, ভারতে জেহাদের বিষ ছড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট -খোরাসন (ISIL-K)। ভারতীয় উপমহাদেশে এবার সংগঠনটির দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে শাহিব মুহাজিরের। আগে পাকিস্তান ও আফগানিস্তানে সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আগে যোগাযোগ ছিল তার। বর্তমানে আইএস-কে’র নেতা হয়েই ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর নজর দিচ্ছে সে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দু’য়েক আইএস জঙ্গি রয়েছে। সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।

spot_img

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...