Wednesday, November 12, 2025

ভারতের শীর্ষ নেতৃত্বের উপর হামলার ছক, রাশিয়ায় আটক ISIS জঙ্গি

Date:

Share post:

রাশিয়ার(Russia) মাটিতে বসে আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন(Terrorist Organisation) পরিকল্পনা করছিল চালাচ্ছিল জঙ্গি হামলার ও দেশের শীর্ষ নেতৃত্বদের হত্যার। যদিও তা বাস্তবায়নের আগেই পুতিনের দেশে আটক করা হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক আত্মঘাতী জঙ্গিকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রাশিয়ার গোয়েন্দাদের দাবি, ওই জঙ্গির হিটলিস্টে নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ(Amit Shah) সহ আরএসএসের(RSS) অন্যান্য শীর্ষ নেতা ছিল বলে মনে করা হচ্ছে।

সোমবার ওই আইএস জঙ্গিকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)। রাশিয়ার প্রসাসনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, “নিষিদ্ধ ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসবি। ওই জঙ্গি মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসকদলের এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে।” বিদেশের মাটিতে বসে ভারতে হামলার এমন ভয়াবহ ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসার পর তৎপর হয়ে উঠেছে দেশের গোয়েন্দা বিভাগ।

উল্লেখ্য, ২০২১ সালে ভারতে আইএস-এর কার্যকলাপ নিয়ে একটি উদ্বেগজনক রিপোর্ট পেশ করে রাষ্ট্রসংঘ। সেখানে বলা হয়, ভারতে জেহাদের বিষ ছড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট -খোরাসন (ISIL-K)। ভারতীয় উপমহাদেশে এবার সংগঠনটির দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে শাহিব মুহাজিরের। আগে পাকিস্তান ও আফগানিস্তানে সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আগে যোগাযোগ ছিল তার। বর্তমানে আইএস-কে’র নেতা হয়েই ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর নজর দিচ্ছে সে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দু’য়েক আইএস জঙ্গি রয়েছে। সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...