Tuesday, May 6, 2025

‘কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে নারকেলডাঙায়’:বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে নারকেলডাঙায়। এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। ইস্যু না পেয়ে বিজেপি মিথ্যা কুৎসা করছে । নারকেলডাঙার ঘটনায় বিজেপিকে ঠিক এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন:প্রোমোটিং ঘিরে বিবাদ! নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগে গ্রেফতার ৮

পাশাপাশি তিনি এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ জানান, নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা আক্রান্ত হওয়ার ঘটনা পুরোটাই বাড়িওয়ালা ও ভাড়াটের বিবাদের জের। এর সঙ্গে কোনওধরণের রাজনৈতিক সম্পর্ক নেই।

রবিবার নারকেলডাঙায় প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে শিবশঙ্কর দাস এবং তাঁর পরিবারের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ওঠে ৷ ঘটনায় রাজনৈতিক রঙ চড়িয়ে নারকেলডাঙা থানা ঘেরাও করে বিজেপি। হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পুরো ঘটনাটিকে তিনি মধ্যযুগীয় বর্বরতা বলে শাসকদলকে নিশানা করেন। এরপরই এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন কুণাল ঘোষ।এমনকি তিনি এও জানান,নারকেলডাঙার ঘটনা রাজনীতি থেকে বহু দূরে এক পরিবারের সমস্যা। একজন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে এধরণের কুৎসা করা উচিত নয়। এখানে কোনও দলেরই থাকা উচিত নয়।

প্রসঙ্গত, এই ঘটনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা মা এবং তাঁর সন্তান সুস্থ রয়েছেন৷ এমনটাই জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক তপন কুমার নস্কর ৷ তিনি জানান, আজ সকালে অন্তঃসত্ত্বার শারীরিক পরীক্ষা করা করেছেন ৷ মহিলার একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ পাশাপাশি গর্ভে থাকা শিশুর অবস্থান বুঝতে ইউএসজি করা হয় ৷ সব রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক৷এমনকি ভবিষ্যতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

spot_img

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...