Sunday, November 9, 2025

বকেয়া না পেলে কলকাতা লিগে নেই মোহনবাগান, বললেন বাগান সচিব

Date:

Share post:

আইএফএ (IFA) থেকে ক্লাবের বকেয়া প্রায় ৬০ লক্ষ টাকা। ৩০ আগাস্টের মধ্যে সেই বকেয়া না মেটানো হলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান (Mohunbagan)। সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তীকরণের ঠিক আগে ২০১৮ সাল পর্যন্ত এই বিপুল টাকা বকেয়া রয়েছে আইএফএ-র কাছে। ভেন্ডরদের পাওনা রয়েছে কয়েক লক্ষ টাকা। দুই ভেন্ডরকে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন মোহনবাগান সচিব। সেখানেই আইএফএ-কে বকেয়া মেটানোর জন্য চূড়ান্ত সময়সীমা দেন সচিব।

এই নিয়ে দেবাশিস দত্ত বলেন, ‘‘মোহনবাগান দিবসে এবং বিভিন্ন অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রকাশ্যেই মোহনবাগানকে কলকাতা লিগে খেলার অনুরোধ করছিলেন। সেই প্রেক্ষিতেই ক্লাবের অবস্থান স্পষ্ট করে দিতে চাই। ১২ মে তৎকালীন আইএএফ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে প্রথম চিঠি দিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে আলোচনা করে বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছিলেন। এর পর ২০ জুন অনির্বাণ দত্ত আইএফএ-র নতুন সচিব হয়ে আসার পর তাঁকে একাধিক বার চিঠি (২১ জুন, ১৯ জুলাই) দেওয়া হয়েছে। কিন্তু স্পষ্ট উত্তর পাইনি। ২০ জুলাই আইএফএ আমাদের একটি চিঠি দিয়ে জানায়, তারা কিস্তিতে বকেয়া মেটাতে চায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম কিস্তির টাকা মেটাবে। কিন্তু কত টাকা দেবে, ক’টা কিস্তিতে বকেয়া মেটাবে তা চিঠিতে উল্লেখ না থাকায় আমরা জানতে চাই। তারও উত্তর পাইনি। এমনকি ১৩ অগাস্ট ক্রীড়ামন্ত্রী একটি বৈঠকে আইএফএ সচিবকে অনুরোধ করেছিলেন আমাদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর জন্য। তার পরেও কিছু হয়নি। আমরা ৩০ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আইএফএ কোনও পদক্ষেপ না করলে মোহনবাগান এবারের কলকাতা লিগে খেলবে না।’’

আইএফএ সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে অনির্বাণ বলেন, ‘‘আমাদের হাতে স্পনসর না থাকায় কত টাকা মেটানো হবে, তা উল্লেখ করিনি। তবে আগামী কয়েক দিনের মধ্যে মোহনবাগানের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর ব্যাপারে আশাবাদী আমরা।’’

এদিকে দ্রুত এআইএফএফ-এর ব্যান উঠে যাবে বলে দাবি মোহনবাগান সচিব দেবাশিস দত্তের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান সচিব বলেন, ”আমরা এএফসি কাপে খেলছি। শুধু তাই নয়, ৭ সেপ্টেম্বরের ম্যাচও জিতব।”

আরও পড়ুন:মরশুমের প্রথম ম‍্যাচে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...