Sunday, August 24, 2025

সূচি ঘোষণা লেজেন্ড লিগ ক্রিকেটের, ১৬, ১৭, ১৮ ইডেনে তিনটি ম‍্যাচ

Date:

Share post:

চলতি বছর লেজেন্ড লিগ ক্রিকেটের (Legends League Cricket) আসর বসতে চলেছে ভারতে (India)। কলকাতা-সহ ছ’টি শহরে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। কলকাতা ছাড়া এই লিগের ম‍্যাচ গুলি হতে চলেছে দিল্লি, কটক, লখনউ, যোধপুর। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও জানানো হয়নি। কলকাতায় হবে তিনটি ম‍্যাচ। মঙ্গলবার সূচি ঘোষণা করে এমনটাই জানাল লেজেন্ড লিগ ক্রিকেট কমিটি।

আগামী ১৬ সেপ্টেম্বর বিশেষ ম্যাচ দিয়েই এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইন্ডিয়ান মহারাজাস-ওয়ার্ল্ড জায়ান্টসের বিশেষ ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এই ম‍্যাচটি হবে কলকাতায়। যে ম্যাচে ভারতীয় একাদশকে নেতৃত্ব দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় বাকি দুটি ম‍্যাচ হবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর।

কলকাতা ছাড়াও ম‍্যাচ হবে লখনউয়ে ২১ এবং ২২ সেপ্টেম্বর। দিল্লিতে হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। কটকে হবে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর। এবং যোধপুরে ১ এবং ৩ অক্টোবর খেলাগুলি হবে। ৫ এবং ৭ অক্টোবর দু’টি প্লে-অফ এবং ৮ অক্টোবর হবে ফাইনাল।

এদিন এই নিয়ে লেজেন্ড লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা বলেন, “ক্রিকেটপ্রেমী এবং দর্শকদের অপেক্ষা শেষ হতে চলেছে। টিকিটের দাম কত হবে, কবে থেকে কীভাবে পাওয়া যাবে সব কিছুই দ্রুত জানিয়ে দেওয়া হবে। ১০টি দেশের প্রাক্তন ক্রিকেটাররা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। দারুণ এক মরশুম আমরা দেখতে চলেছি। তবে এই বছর কোনও পাকিস্তানের ক্রিকেটার নেই। আমরা দ্রুত ড্রাফটে আরও কিছু আন্তর্জাতি ক্রিকেটার নেব। আমাদের লেজেন্ডসরা পুরো মরশুম খেলবে। কোনও ম্যাচে তাঁদের পাওয়া যাবে না, এমনটা ঘটবে না। কারণ সেই সময়ে অন্য কোনও লিগের সঙ্গে তাঁরা যুক্ত থাকবেন না। আমরা দেরাদুনে ফাইনাল করার কথা ভাবছি।”

আরও পড়ুন:নির্বাসন তুলে নিতে ফিফাকে চিঠি এআইএফএফ-এর

 

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...