বৃহস্পতিবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি (AIFF) পদের জন্য ফের একবার মনোনয়ন জমা দিয়েছেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। আর মনোনয়ন জমা দিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন ফুটবলার। নিজের কাজের উদাহরণ দিতে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথা তুলে ধরলেন তিনি।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বাইচুং ভুটিয়া বলেন,” সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখুন। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিসিসিআই সভাপতি হিসাবে কত ভাল কাজ করছে ক্রিকেটে। এতেই বোঝা যায় খেলোয়াড়রা প্রশাসক হিসাবে কত ভাল কাজ করতে পারে। আমি তো ফুটবলে নতুন নই। জাতীয় দলের হয়ে ১৬ বছর খেলেছি। ১২ বছর অধিনায়কত্ব করেছি। তারপরে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করেছি। তাই আত্মবিশ্বাসী যে ভাল কাজ করতে পারব।”

এর পাশাপাশি বাইচুং আরও বলেন, ” আমি ফুটবলের পরিকাঠামো, উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলতে চাই। ফুটবল লিগ, তৃণমূল স্তরের উন্নয়ন করা উচিত, যাতে বাচ্চা ছেলেরাও ফুটবল খেলতে পারে। কোচেদের জন্য পরিকল্পনা করা যেতে পারে।”

আরও পড়ুন:রবিবার ভারত-পাক মহারণ, তার আগে শাহিনের চোটের খোঁজ নিলেন বিরাট-রাহুলরা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
