Friday, August 22, 2025

লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

Date:

Share post:

রাজ্যের সমস্তস্তরের শিক্ষক নিয়োগে একের পর এক “দুর্নীতি” প্রকাশ্যে আসছে। শিক্ষক দুর্নীতি নিয়োগ নিয়ে তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। ইডি তাঁকে গ্রেফতার করেছে। মুখ পুড়েছে সরকারের। ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে শাসক দল তৃণমূলের। তাই শিক্ষা ও শিক্ষক সংক্রান্ত সমস্ত বিষয়ে সতর্ক রাজ্য সরকার। সতর্ক শিক্ষা দফতর। কোনও ক্ষেত্রেই যাতে নতুন করে আর দুর্নীতির বা স্বজনপোষণের অভিযোগ না ওঠে সেদিক সতর্ক দৃষ্টি রাজ্যের। নিয়োগ ও বদলি, সবক্ষেত্রেই এবার একশো শতাংশ স্বচ্ছতা বজায় রেখে এগিয়ে যেতে চাইছে সরকার।

তারই অঙ্গ হিসেবে এবার কলেজের অধ্যাপকদের বদলিও অনলাইন পোর্টালে চালু করতে চাইছে উচ্চশিক্ষা দফতর। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন নীতি। আজ, শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,”স্বচ্ছতার স্বার্থে অনলাইনে বদলির ব্যবস্থা। খুব শীঘ্রই চালু হবে নতুন বদলি বিধি।” বিস্তারিত বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, “রিয়েল টাইমে অধ্যাপক-অধ্যাপিকারা ঘরে বসেই দেখতে পারবেন, গোটা রাজ্যে কোন কলেজে বিষয়ের ভিত্তিতে কোথায় কত পোস্ট ফাঁকা আছে। যোগ্যতামান অনুযায়ী ঘরে বসেই আবেদন করা যাবে। অনলাইন পোর্টালে স্বচ্ছতার সঙ্গে বদলির আবেদন করতে পারবেন। দ্রুত এই নিয়ম চালু হবে।”

জানা গিয়েছে, রাজ্যের চারশো কলেজের প্রায় ১৩ হাজার অধ্যাপক-অধ্যাপিকা এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। এখন সরকারের কাছে আবেদন করে বদলির নিয়ম চালু আছে। কিন্তু দ্রুত তা অনলাইনের মাধ্যমে হবে। বদলি নিয়ে নতুন পোর্টাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগে মুখ্যমন্ত্রীকে তা দেখিয়ে নেওয়া হবে বলেও জানান ব্রাত্য বসু।

উল্লেখ্য, স্কুল শিক্ষকদের বদলির জন্য আগেই “উৎসশ্রী” পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। যেখানে খুব স্বচ্ছতার সঙ্গে বদলি নীতি চালু হয়েছে। কোনও অভিযোগ নেই বললেই চলে।

আরও পড়ুন- Hooghly: তৃণমূল নেতা খু*নের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড

spot_img

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...