Thursday, November 6, 2025

লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

Date:

Share post:

রাজ্যের সমস্তস্তরের শিক্ষক নিয়োগে একের পর এক “দুর্নীতি” প্রকাশ্যে আসছে। শিক্ষক দুর্নীতি নিয়োগ নিয়ে তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। ইডি তাঁকে গ্রেফতার করেছে। মুখ পুড়েছে সরকারের। ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে শাসক দল তৃণমূলের। তাই শিক্ষা ও শিক্ষক সংক্রান্ত সমস্ত বিষয়ে সতর্ক রাজ্য সরকার। সতর্ক শিক্ষা দফতর। কোনও ক্ষেত্রেই যাতে নতুন করে আর দুর্নীতির বা স্বজনপোষণের অভিযোগ না ওঠে সেদিক সতর্ক দৃষ্টি রাজ্যের। নিয়োগ ও বদলি, সবক্ষেত্রেই এবার একশো শতাংশ স্বচ্ছতা বজায় রেখে এগিয়ে যেতে চাইছে সরকার।

তারই অঙ্গ হিসেবে এবার কলেজের অধ্যাপকদের বদলিও অনলাইন পোর্টালে চালু করতে চাইছে উচ্চশিক্ষা দফতর। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন নীতি। আজ, শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,”স্বচ্ছতার স্বার্থে অনলাইনে বদলির ব্যবস্থা। খুব শীঘ্রই চালু হবে নতুন বদলি বিধি।” বিস্তারিত বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, “রিয়েল টাইমে অধ্যাপক-অধ্যাপিকারা ঘরে বসেই দেখতে পারবেন, গোটা রাজ্যে কোন কলেজে বিষয়ের ভিত্তিতে কোথায় কত পোস্ট ফাঁকা আছে। যোগ্যতামান অনুযায়ী ঘরে বসেই আবেদন করা যাবে। অনলাইন পোর্টালে স্বচ্ছতার সঙ্গে বদলির আবেদন করতে পারবেন। দ্রুত এই নিয়ম চালু হবে।”

জানা গিয়েছে, রাজ্যের চারশো কলেজের প্রায় ১৩ হাজার অধ্যাপক-অধ্যাপিকা এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। এখন সরকারের কাছে আবেদন করে বদলির নিয়ম চালু আছে। কিন্তু দ্রুত তা অনলাইনের মাধ্যমে হবে। বদলি নিয়ে নতুন পোর্টাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগে মুখ্যমন্ত্রীকে তা দেখিয়ে নেওয়া হবে বলেও জানান ব্রাত্য বসু।

উল্লেখ্য, স্কুল শিক্ষকদের বদলির জন্য আগেই “উৎসশ্রী” পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। যেখানে খুব স্বচ্ছতার সঙ্গে বদলি নীতি চালু হয়েছে। কোনও অভিযোগ নেই বললেই চলে।

আরও পড়ুন- Hooghly: তৃণমূল নেতা খু*নের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...