Wednesday, November 12, 2025

বাংলায় তৃণমূলের যে সংখ্যক ছাত্র রয়েছে, বিজেপির তত কর্মী নেই: অরূপ

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তারুণ্যের জয়গান গাইলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর কথায়, ছাত্ররাই আগামিদিনে দেশ চালাবে, রাজ্য চালাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে।

এদিন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে অরূপ বিশ্বাস শুরুতেই বলেন, “এই প্রচণ্ড রোদ-গরম উপেক্ষা করে কাতারে কাতারে যেভাবে ছাত্ররা হাজির হয়েছে, আমি তাদের স্যালুট জানাই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক। তাই বলবো যারা আজকে বলছে তৃণমূল থাকবে না, সেই অপদার্থদের এখানে এসে দেখে যেতে বলবো, সারা বাংলায় তৃণমূলের শুধু যে সংখ্যক ছাত্র রয়েছে, বিজেপির তত কর্মী নেই। কারণ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, আস্থা রাখে, ভরসা করে। বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন।আমরা ছোট থেকে ছাত্র রাজনীতি করে, যুব করে, মাদার করে তৃণমূলের কর্মী হয়েছি। তাই ছাত্র সমাজকে বলবো, আপনারাও স্তরে স্তরে রাজনীতি করে কঠিন সময়ের মধ্যেও দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বাস রাখি।”

এদিন বিজেপিকে একহাত নিয়ে অরূপ বলেন, “একজন মানুষ খারাপ লোক খুঁজে বেড়াচ্ছে। কাউকে খুঁজে পাচ্ছে না। যখন নিজের দিকে তাকালো, তখন দেখলো সে নিজে সবচেয়ে খারাপ। বিজেপির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তৃণমূলের সবাইকে খারাপ বলছে, আর ওদের সবাই সাধু?”

এরপর ছাত্র সমাজের উদ্দেশ্যে অরূপের বার্তা, “বিজেপি দেশজুড়ে বিভাজনের রাজনীতি করছে। দ্রব্যমূল্যর বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। জনবিরোধী এই দলের বিরুদ্ধে ছাত্রদেরই রুখে দাঁড়াতে হবে। লড়াই সংগ্রাম করতে হবে।বাংলার জন্য লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়তে হবে। অভিষেকের জন্য লড়তে হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়তে হবে। ছাত্ররাই ভবিষ্যত। এই বাংলার জন্য, দেশের জন্য, মানুষের জন্য লড়াই করতে হবে। এখানে যারা এসেছো তারাই আগামিদিনে রাজ্য চালাবে, দেশ চালাবে।”

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...