খাঁটি জিনিস ক্রেতাদের দরজায় পৌঁছে দেওয়ার মর্যাদা পেল ফার্ম টু হোম শপ (Farm To Home Shop)। ‘দ্য বেস্ট কোম্পানি ইন ফ্রেশ পিওর ন্যাচারাল গ্রোসারিজ’ হিসেবে ‘নেশন প্রাইড অ্যাওয়ার্ড’ পেল সংস্থা। ২৮ অগাস্ট কলকাতার হলিডে ইন (Holiday Inn)-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংস্থার কর্ণধারে হাতে এই পুরস্কার তুলে দেন বিখ্যাত বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া এবং অভিনেতা অশমিত প্যাটেল। অনুষ্ঠানের ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সংস্থা। একই সঙ্গে জানিয়েছে তারা গর্বিত। এই পুরস্কার ফার্ম টু হোম শপের সব কর্মীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সংস্থার কর্ণধার।

ভেজাল বিহীন, কৃত্রিম রঙ-গন্ধহীন গ্রামবাংলার একেবারে খাঁটি জিনিসপত্র শহরের মানুষদের রান্নাঘরে পৌঁছে দিচ্ছে ফার্ম টু হোম। গ্রামকে শহরের কাছে পৌঁছে দিয়েছেন বিশিষ্ট উদ্যোগপতি পার্থ মিত্র (Partha Mitra) ।

কী কী পাওয়া যায় সেখানে? সংস্থার ম্যানেজিং পার্টনার পার্থ মিত্র জানান, চাল, আটা , ডাল তেল, মশলাপাতি এসবই সরবরাহ করছেন তাঁরা। মুদিখানার যাবতীয় সামগ্রী সবই পাওয়া যাচ্ছে এখানে। আর অবশ্যই ন্যায্যমূল্যে। ফার্ম টু হোম শপ বাংলার প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে বিশুদ্ধ উপাদান গুলি ন্যায্যমূল্যে সংগ্রহ করছে। তা পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। এই সততারই পুরস্কার পেল সংস্থা। আগামী দিনে তা এই সম্মান তাদের কাজে আরও উৎসাহ দেবে।

আরও পড়ুন- যোগী রাজ্যে মিলল না অ্যাম্বুল্যান্স, সৎমায়ের নিষ্ঠুরতার শিকার ভাইয়ের দেহ কোলে পথে কিশোর
