Thursday, August 21, 2025

বুধবার ডুরান্ড কাপে বাগানের সামনে নৌসেনা, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

বুধবার ডুরান্ড কাপের (Durand Cup) গ্রুপ লিগে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ডুরান্ড কাপে নৌসেনার বিরুদ্ধে শেষ ম্যাচ বাগানের। ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালের রাস্তা কঠিন বাগান ব্রিগেডের। কারণ মুম্বই সিটি এফসি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রাজস্থান ইউনাইটেডকে। তিন ম্যাচে সাত পয়েন্ট পাওয়া মুম্বইয়ের কোয়ার্টার ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত। এই ম্যাচে চোখ ছিল সবুজ-মেরুন শিবিরেরও। তাই এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে বুধবার নৌসেনার বিরুদ্ধে জিততেই হবে লিস্টন কোলাসোদের।

রবিবার ডার্বি জয়ের পরের দিন থেকেই অর্থাৎ সোমবার থেকেই ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। নৌসেনাকে হালকা ভাবে নিতে নারাজ সবুজ-মেরুন কোচ।

 

এদিন এটিকে মোহনবাগান মিডিয়ায় টিমকে আগামীকালের ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” ইন্ডিয়ান নেভি শক্তিশালী দল। ওরা ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও ভালো লড়াই দিয়েছে। কঠিন ম‍্যাচ। ওরা আক্রমণে ঝাঁপায়। সংঘবদ্ধ ফুটবল খেলে। আমাদের ওপর চাপ বেশি কারণ আমাদের এই ম‍্যাচ জিততেই হবে।”

চলতি ডুরান্ড কাপে গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হচ্ছে জুয়ান ফেরান্দোর দল। তবে তা নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। এই নিয়ে জুয়ান বলেন,” শেষ তিনটি ম‍্যাচে আমরা প্রচুর গোল নষ্ট করেছি বা জয় পাইনি। তবে এই নিয়ে চিন্তিত নই। আমি ভাবতাম যদি সুযোগ না তৈরি হত তাহলে। ভুল শুধরে নেওয়া প্রস্তুতি চলছে। ঠিক সময়ে দল নিজের ক্ষমতায় শীর্ষে পৌঁছে যাবে।”

এদিকে পরপর ম‍্যাচ খেলা যে সমস্যার তা বলতে শোনা গেল জুয়ানের গলায়। তিনি বলেন,” মাত্র আটচল্লিশ ঘন্টার মধ‍্যে আবারও একটা ম‍্যাচ খেলব। এরকম আদ্রতার মধ‍্যে এত কম সময়ে খেলাটা সমস‍্যার। তবে আমরা তৈরি।’

আরও পড়ুন:দুপুরে শহরে পা রাখলেন বাগানের নতুন বিদেশি দিমিত্রি পেত্রাতোস

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...