Tuesday, November 11, 2025

হংকং ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই ভারত-পাকিস্তানের !

Date:

Share post:

আর ঘণ্টা খানেক পরেই চলতি এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ভারত এবং হংকং (Ind Vs Hong Kong) খেলতে নামছে। বুধবার এই ম্যাচের আয়োজন করা হয়েছে। কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে এই টুর্নামেন্টের মূলপর্বের টিকিট পাকা করেছে হংকং। তবে এই দলের সঙ্গে ভারত এবং পাকিস্তানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আসলে এশিয়া কাপের জন্য নির্বাচিত এই দলের অধিকাংশ ক্রিকেটারের সঙ্গেই ভারত এবং পাকিস্তানের নাড়ির টান রয়েছে। যোগ্যতা অর্জনকারী পর্বে এই দলটা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। টানা তিনটে ম্যাচ জিতে তারা এ গ্রুপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে তাঁরা হংকং ক্রিকেট দলকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না। পর্যাপ্ত অনুশীলন করেই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
হংকং ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই বিদেশি কেন?
আসলে ভারত এবং পাকিস্তান, এই দুই দেশেই ক্রিকেট খেলা যথেষ্ট জনপ্রিয়। আর সেকারণেই দুই দেশের মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাও লক্ষ্য করা যায়। বিগত কয়েক বছর ধরে হংকং, সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুরের মতো এশিয়ার দেশগুলোয় ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা এই দেশগুলোর হয়ে খেলার জন্য নাম লেখাতে শুরু করেছেন।

এইসব দেশের হয়ে খেললে আন্তর্জাতিক ক্রিকেটেও যথেষ্ট পরিচিতি লাভ করার সুযোগ পাওয়া যেতে পারে। আর একজন ক্রিকেটার হিসেবে গোটা বিশ্বের লিগ ক্রিকেটেও অংশগ্রহণ করার একটা জায়গা তৈরি হয়।

হংকং ক্রিকেট দলের অধিনায়ক নিজাকত আলি এবং দলের ওপেনিং ব্যাটার ইয়াসিম মুর্তাজা দুজনেই জন্মসূত্রে পাকিস্তানের ক্রিকেটার। একদিকে মূর্তাজা যেখানে পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা, ঠিক অন্যদিকেই নিজাকত আলি পাকিস্তানের চান্দ শহর থেকে উঠে এসেছেন। হংকং মিডল অর্ডারের অন্যতম মুখ্য ব্যাটার বাবর হায়াত। তিনিও পাকিস্তানের অ্যাটোক শহরের বাসিন্দা।
বুধবার হংকং ক্রিকেট দলের প্রথম একাদশে নিশ্চিতভাবেই সুযোগ পাচ্ছেন কিঞ্চিত শাহ এবং আয়ুষ শুক্ল। এই দুই ক্রিকেটারই জন্মসূত্রে ভারতীয়। আয়ুষ যেখানে বল হাতে ভারতীয় ক্রিকেট দলের উপরে চাপ তৈরি করতে পারেন, ঠিক সেই জায়গায় ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করার জন্য একেবারে প্রস্তুত কিঞ্চিত শাহও। শাহ জন্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা। এছাড়া ধনঞ্জয় রাও এবং অহন ত্রিবেদীও জন্মসূত্রে ভারতীয় ক্রিকেটার।

spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...