এনডিএ-র সঙ্গে সম্পর্কে দাড়ি টেনে বিহারে বিজেপিকে বিরোধী আসনে পাঠিয়েছেন নীতীশ কুমার(Nitish Kumar)। একই সূত্রে এবার মণিপুরে(Manipur) বিজেপি সরকার(BJP Govt) থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন নীতীশ কুমার। জানা যাছে, শীঘ্রই মণিপুরে বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে ‘জনতা দল ইউনাইটেড'(JDU)। বলার অপেক্ষা রাখে না এই নীতীশের এহেন সিদ্ধান্তে চাপে পড়বে মণিপুরে বীরেন সিংয়ের(Biren Singh) সরকার।

৬০ আসন বিশিষ্ট মণিপুর রাজ্যের রাজনৈতিক অঙ্ক অনুযায়ী এখানে একক সংখ্যাগরিষ্ঠ বীরেন সিংয়ের সরকার। মণিপুরে ৫৫ বিধায়কের সমর্থন রয়েছে এনডিএ-র পক্ষে। এখানে ৫ আসন নিয়ে বিরোধী শিবিরে রয়েছে শুধুমাত্র কংগ্রেস। ৭ আসন নিয়ে এই রাজ্যে এনডিএ জোটে ছিল জেডিইউ। যদিও নির্বাচনের সময়ে এনডিএ জোটে ছিল না নীতীশের দল। নির্বাচনের পর এনডিএ জোটে থাকার সিদ্ধান্ত নেয় তারা। এবার ভাঙতে চলেছে সেই জোট। সূত্রের খবর, সেরাজ্যের নেতাদের সঙ্গে দ্রুত বৈঠকে বসবেন নীতীশ। তারপরই সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে দেওয়া হবে। সেটা হলে বিজেপি জোটের শক্তি অনেকটাই কমে যাবে। ৬০ আসনের বিধানসভায় এনডিএ নেমে আসবে ৪৮-এ। এর মধ্যে বিজেপির একার শক্তি ৩২। বাকি ছোট জোটসঙ্গীরা। তাদের মধ্যেও অনেকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিরোধীদের শক্তি বেড়ে হবে ১২। ফলে বিপদ সঙ্কেত জারি থাকবে মণিপুর রাজ্যে।

উল্লেখ্য, আরজেডির সঙ্গে জোট বেধে বিহারে বিজেপির ঘর ছেড়েছেন নীতীশ কুমার। ফের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও সমর্থন প্রত্যাহার করে পুরোপুরি বিজেপি বিরোধী অবতারে নেমে পড়েছেন জেডিইউ সুপ্রিমো। সব মিলিয়ে বিজেপি শাসিত মনিপুরে এবার বিজেপির চাপ বাড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
