তপসিলি পরিবারকে পুড়িয়ে মারার হুমকি কর্ণাটকের বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে

গেরুয়া রাজ্য কর্ণাটকে(Karnataka) তপসিলি জাতিভুক্ত এক পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দিলেন বিজেপির মন্ত্রী(BJP Minister)। আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ওই পরিবারের ৬ সদস্য। রীতিমতো চাপের মুখে পড়ে কর্ণাটকের পর্যটন মন্ত্রী আনন্দ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিল পুলিশ(Police)। তপসিলি জাতিভুক্ত ব্যক্তিকে হেনস্থার অভিযোগ আনা হয়েছে ওই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে।

কর্ণাটকের এক গ্রামে অন্য সম্প্রদায়ের সঙ্গে জমি সংক্রান্ত সমস্যায় জড়ান তপশিলি জাতিভুক্ত ডি পোলাপ্পা। মঙ্গলবার সেই গ্রামে যান কর্ণাটকের মন্ত্রী আনন্দ সিং। সেখানেই পোলাপ্পাকে সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দেন বিজেপি মন্ত্রী। তাঁর হুমকির পর থানায় অভিযোগ জানাতে যান পোলাপ্পা। তবে পুলিশ অভিযোগ নিতে চায়নি। এই অবস্থায় থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরিবারের ৬ সদস্য। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যদিও ওই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি আত্মহত্যার চেষ্টার কারণে আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে পোলাপ্পা ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

Previous articleপেপার ওয়েট নিয়ে এজলাসে যাই না: ৯ বিচারপতির শপথে ‘অভয়বার্তা’ অরুণাভর
Next articleবিহারের পর মণিপুর, বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নীতীশের