Tuesday, November 11, 2025

মণীশের বাড়ি CBI হানার পরও গুজরাটে আমাদের ভোট বৃদ্ধি, আস্থা ভোটে জয়ে ‘আত্মবিশ্বাসী’ কেজরি

Date:

Share post:

চক্রান্ত করলেও লাভের লাভ কিছুই হলো না। বিজেপির (BJP) সমস্ত চক্রান্তকে (Conspiracy) মিথ্যা প্রমাণিত করে আস্থা ভোটে (Trust Vote) সহজ জয় পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) দল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। ৭০ আসনের দিল্লি বিধানসভায় (Delhi Assembly) আপের পক্ষে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। অন্যদিকে, বিজেপির (BJP) সমর্থনে ভোট দিয়েছেন ৮ জন বিধায়ক। বিজেপির অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিতে নিজেই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন কেজরি। আপ প্রধানের অভিযোগ, দিল্লিতে ব্যর্থ হয়েছে বিজেপির “অপারেশন লোটাস” মিশন (Operation Lotus)। সবরকম চেষ্টা চালালেও লাভের লাভ কিছুই করতে পারবে না গেরুয়া শিবির। আপের একজন বিধায়ককেও বিজেপি তাদের দলে ভাঙিয়ে নিয়ে যেতে পারেনি বলে অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দলের সমস্ত বিধায়করা যে তাঁর পাশেই আছেন, তা প্রমাণ করতেই বিধানসভায় আস্থা ভোটের ডাক দেন কেজরিওয়াল।

বৃহস্পতিবার আস্থা ভোটে বিজেপিকে কার্যত নাস্তানাবুদ করে কেজরিওয়াল সাফ জানান, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গুজরাটে (Gujrat) আপের ভোট ৪ শতাংশ বেড়েছে। আর মণীশ যদি গ্রেফতার হন সেক্ষেত্রে গুজরাটে আপের ভোটের পরিমাণ আরও ৬ শতাংশ বাড়বে। আর সেই কারণেই গুজরাটে সহজেই সরকার গঠন করবে আম আদমি পার্টি। এদিন আস্থা ভোটের আগে বিধানসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, সবাই জানে যে মণীশকে গ্রেফতার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সেরকমই সার্টিফিকেট দিয়েছেন। এছাড়া গ্রেফতারি (Arrest) রাজনীতির অঙ্গ বলেই মত দিল্লির মুখ্যমন্ত্রীর। কেজরিওয়াল জানান, আমাদের ৬২ জন বিধায়ক রয়েছেন, তাঁদের মধ্যে দুজন বর্তমানে দেশের বাইরে এবং একজন জেলে রয়েছেন।

সম্প্রতি আবগারি নীতিতে অনিয়মের (Irregularities in Excise Policy) অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি সহ একাধিক জায়গায় হানা দেন সিবিআই (CBI) আধিকারিকরা। দীর্ঘ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার (Harrasment) অভিযোগ এনে সরব হয় আম আদমি পার্টির শীর্ষকর্তারা। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন সিসোদিয়া। তিনি জানান, মোটা অঙ্কের বিনিময়ে আপ ভেঙে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে তাঁর কাছে। আর তিনি বিজেপিতে যোগ দিলেই তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের তদন্ত বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়। তবে মণীশ সিসোদিয়া সাফ জানান, আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আর এরপরই অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলে আস্থা ভোটের ডাক দেন দিল্লির মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...