Friday, August 29, 2025

গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেস ভুলেই গেল প্রণবের মৃত্যুবার্ষিকী

Date:

Share post:

মাত্র ২ বছরের মধ্যেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জাতীয় রাজনীতির একদা ‘চাণক্য’ বলে পরিচিত প্রণব মুখোপাধ্যায়কে(Pranab Mukherjee) ভুলে গেল কংগ্রেস(Congress)। বুধবার ছিল প্রণব মুখোপাধ্যায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী(Death Anniversary)। অথচ দিল্লি কিংবা রাজ্য কংগ্রেস কোনও জায়গা থেকেই নূন্যতম শ্রদ্ধা জানানো হল না তাঁকে। শুধু তাই নয়, কেন প্রণবকে স্মরণ করা হল না এবিষয়ে মুখে কুলুপ সকল নেতার।

২০২০ সালের ৩১ আগস্ট প্রয়াত হন দেশের প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে করোনা পরিস্থিতি চলার জেরে তাঁর প্রথম প্রয়াণ দিবসে কোনওরকম অনুষ্ঠান করেনি কংগ্রেস। এবার রীতিমতো ব্রাত্য বরা হল তাঁকে। না কোনও শীর্ষ নেতার তরফে কোনও টুইট, না হল তাঁর ছবিতে মাল্যদান। শুধু দিল্লি নয়, রাজ্যের কংগ্রেস নেতারাও ভুলে গেল তাঁর প্রয়াণ দিবস! বিধান ভবনেও কোনও স্মরণ অনুষ্ঠান হয়নি। শুধু গুটিকয়েক নেতা সোশ্যাল মিডিয়ায় প্রণববাবুকে স্মরণ করে দায় সেরেছেন। আর এই ঘটনায় কংগ্রেসের অন্দরের কোন্দল ও ছন্নছাড়া অবস্থাটা আরও একবার প্রকাশ্যে চলে এল।

একে একে কংগ্রেস ছাড়ছেন বরিষ্ঠ নেতৃত্বরা। যার শেষতম নিদর্শন গুলাম নবি আজাদ। এদিকে, দলের আসন্ন সভাপতি নির্বাচন ঘিরে দলের দুই গোষ্ঠী ব‌্যস্ত রয়েছে দ্বন্দ্ব নিয়েই। পাশাপাশি চিকিৎসার জন‌্য বিদেশে রয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর সঙ্গে রয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কাও। এই পরিস্থিতিতে গান্ধী পরিবারের পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়ের কথা ভুলে গিয়েছেন কোন্দলে জর্জরিত বাকি শীর্ষ নেতৃত্বরা। বুধবার সকালে প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukheree) সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে পোস্ট করেন। তারপরও অবশ্য হুঁশ ফেরেনি নেতাদের। গোটা ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...