Sunday, August 24, 2025

Entertainment: ‘চুপচাপ চার্লি’ র সুরেলা কোলাহলে মজেছে তিলোত্তমা

Date:

Share post:

সুরের (Music) কোনও ভাষা (Language) হয় না। নিজের ছন্দেই সে সবার মাঝে মিশে গিয়ে ম্যাজিক তৈরি করতে পারে।’চুপচাপ চার্লি’ (Chupchap Charlie)যেন ঠিক সেই কাজটাই করে চলেছে। মানবতার স্বার্থে, দিন বদলের স্বপ্ন নিয়ে অভিনেতা নাইজেল আকারা (Nigel Akkara)এক বিশেষ উদ্যোগ নিয়েছেন, বিশেষ ভাবে সক্ষমদের (Specially Challenged)নিয়ে। তৈরি করেছেন এক সুরেলা সফরের ব্লু প্রিন্ট যা জিতে নিয়েছে শহরবাসীর মন।

সিনেমার সঙ্গে টক্কর দিচ্ছে ‘চুপচাপ চার্লি’ র গান , এ যেন এক বড় সাফল্য। কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পান না। চার্লি তো কানে একেবারেই শোনে্ন না, কথাও বলতে পারেন না। তাঁর জন্য আলাদা করে ভয়েসওভার তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে নিজের নাট্যদল কোলাহল-এর কর্মশালায় বিশেষ ভাবে সক্ষম কিশোরদের নিয়ে নাটকের তালিম শুরু করেন নাইজেল। ডিসেম্বর মাসে মঞ্চস্থ হবে নাটক ‘চুপচাপ চার্লি’। একেকটা গান যেন একেক অনুভুতির কথা তুলে ধরছে। ‘ও মা’ গান যখন শুরু হয় তখন সদ্য মৃত মায়ের কথা মনে আসে কারোর। গল্প অনুযায়ী সেই মাকে খানিক আগেও তিনি চিনতে পারেন নি। ‘রাই জাগো’,’শাওন গগনে’ থেকে শুরু করে ‘চুপচাপ চার্লি’-র থিম সং – ল্যাপটপ থেকে মোবাইলের প্লে লিস্ট সর্বত্রই এই গানের জাদু। নাইজেলের ভাবনার কাণ্ডারি প্রাজ্ঞ দত্ত। নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন তিনিই। স্বেচ্ছায় এসেছেন ইমন চক্রবর্তী (Imon Chakraborty), তিমির বিশ্বাস (Timir Biswas), শোভন গঙ্গোপাধ্যায়ের (Sovan ganguly)মতো গায়করা। বিনা পারিশ্রমিকেই এই সৃষ্টির অঙ্গ হয়েছেন তাঁরা। প্রাজ্ঞ দত্ত আর নাইজেল আকারা দুজনে মিলে মানবতার এক অন্য অনুভুতির কথাকে সুরের মায়ায় বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন ‘চুপচাপ চার্লি’, যা কিনা বিনোদন জগতের চিন্তা- ভাবনাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...