Tuesday, August 26, 2025

প্রাথমিকে নিয়োগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জের আশঙ্কায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মামলাকারীর

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Primary Teacher Recruitment Case) ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বা অন্য কোনও পক্ষ ৷ সেই আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল (Caveat Filed in the Supreme Court) করলেন মামলাকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দী ৷ যাতে সুপ্রিম কোর্ট এক তরফা শুনে কোনও নির্দেশ না দেয়, সেই কারণেই এই মামলা দায়ের করা হয়েছে ৷উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখেন ৷ পাশাপাশি, আরও কিছু নির্দেশ জারি করে সিঙ্গল বেঞ্চের রায়কে কঠোরভাবে পালনের কথা বলে ৷ নির্দেশে জানান হয়, সিবিআই তদন্ত চলবে আদালতের তত্ত্বাবধানে ৷ সিবিআই এর থেকে সময় সময় রিপোর্টও চাইতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি 269 জনের চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণ সংক্রান্ত নির্দেশও বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ ৷

সেই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন চাকরিপ্রার্থী মামলাকারী সৌমেন নন্দী ৷ যাতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেলেও, এক তরফাভাবে কোনও রায় বা নির্দেশ শীর্ষ আদালত না দেয় ৷ এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনও আপিল করতে পারে ৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাতে আমাদেরও বক্তব্য শোনা হয় এবং এক তরফা নির্দেশ না দেওয়া হয়, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে ৷’’

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...