Thursday, January 15, 2026

প্রাথমিকে নিয়োগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জের আশঙ্কায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মামলাকারীর

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Primary Teacher Recruitment Case) ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বা অন্য কোনও পক্ষ ৷ সেই আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল (Caveat Filed in the Supreme Court) করলেন মামলাকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দী ৷ যাতে সুপ্রিম কোর্ট এক তরফা শুনে কোনও নির্দেশ না দেয়, সেই কারণেই এই মামলা দায়ের করা হয়েছে ৷উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখেন ৷ পাশাপাশি, আরও কিছু নির্দেশ জারি করে সিঙ্গল বেঞ্চের রায়কে কঠোরভাবে পালনের কথা বলে ৷ নির্দেশে জানান হয়, সিবিআই তদন্ত চলবে আদালতের তত্ত্বাবধানে ৷ সিবিআই এর থেকে সময় সময় রিপোর্টও চাইতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি 269 জনের চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণ সংক্রান্ত নির্দেশও বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ ৷

সেই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন চাকরিপ্রার্থী মামলাকারী সৌমেন নন্দী ৷ যাতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেলেও, এক তরফাভাবে কোনও রায় বা নির্দেশ শীর্ষ আদালত না দেয় ৷ এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনও আপিল করতে পারে ৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাতে আমাদেরও বক্তব্য শোনা হয় এবং এক তরফা নির্দেশ না দেওয়া হয়, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে ৷’’

spot_img

Related articles

উদ্ভাবন ও সমন্বয়ের মধ্য দিয়ে ভারতের উত্থান নিশ্চিত করছে স্টার্টআপ সংস্থাগুলি

পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ দেশজুড়ে এক সমন্বিত ও উদ্ভাবনী পরিবেশ গড়ে তুলেছে, যেখানে যুব...

শীতের দুপুরে বড়বাজারে অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায়...

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা, নথির তালিকায় ব্রাত্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও

এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা...

প্রযোজনা সংস্থার টাকা আটকে বিপাকে যশ-নুসরত, সমন পেলেন তারকা জুটি!

আইনি জটিলতায় পড়লেন টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান (Yash Dasgupta and Nusrat Jahan)। প্রযোজনা সংক্রান্ত...