Wednesday, August 27, 2025

বাগুইআটি জোড়া খু*নে চাঞ্চল্যকর মোড়, মুক্তিপণ চেয়ে অতনুর বান্ধবীকেও মেসেজ করেছিল আততায়ীরা

Date:

Share post:

বাগুইআটি জোড়া খু*ন কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিহত অতনু দে’র এক ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেছে, মুক্তিপণ চেয়ে তার কাছেও হোয়াটসআপে মেসেজ এসেছিল। প্রায় ১কোটি টাকা মুক্তি দাবি করা হয় সেখানে। এবং বলা হয় টাকা দিতে না পারলে খতম করে দেওয়া হবে অতনুকে।

কিন্তু মুক্তিপণ চেয়ে হঠাৎ কেন বান্ধবীর মোবাইলে মেসেজ? অতনুর বান্ধবীর দাবি, “প্রথমে সম্ভবত ওরা অতনুর বাবার কাছে মেসেজ করেছিল। কিন্তু অতনুর বাবা বিষয়টি বুঝতে পারেননি। তাই কোনও উত্তরও দেননি। তারপর আমাকে ওরা মেসেজ করে বলে, অতনুর বাবা কি অশিক্ষিত?মেসেজের উত্তর দিচ্ছে না কেন? মনে হয় সেই কারণেই ওরা আমাকে হুমকি মেসেজ করতে শুরু করে। মেসেজে বলে, এক কোটি টাকা দিতে হবে। না দিলে অতনুকে আর ফিরে পাবি না। আমরা জানি যে, তুই অতনুর বান্ধবী। আমাদের মেসেজের অপেক্ষায় থাকিস। দরকার হলে আমরা তোকে কল করে নেব। কিন্তু তুই আর কী করবি? ওটা ওর মা-বাবার ব‌্যাপার। ওর বাবা এত অশিক্ষিত কেন, যে মেসেজের উত্তর দিচ্ছে না। কালকের মধ্যে যদি টাকার জোগাড় না করতে পারিস, তবে ভুলে যা অতনুকে।”

তবে অতনুর বান্ধবীর কাছে পরপর মেসেজ এলেও একবারের জন্যও কোনও নম্বর থেকে ফোন করেনি আততায়ীরা। অতনু বান্ধবীর কথায়, “২২ আগস্ট থেকে অতনুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুদিন পর আমার কাছে আচমকা একটা মেসেজ আসে। এরপর আরও মেসেজ করতে থাকে সে। ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত আমার কাছে মেসেজগুলো আসে। আমি বুঝতে পারছিলাম না যে, কে মেসেজগুলো পাঠাচ্ছে। অপহরণকারীরা নিজেদের নাম বলেনি। আবার অদ্ভুতভাবে কিছুক্ষণ পরপর মেসেজগুলি ডিলিট হয়ে যাচ্ছিল।”

আরও পড়ুন- মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনা জওয়ানদের উত্তরসূরিদের ছাত্রবৃত্তি ঘোষণা হাসিনার

যদিও বুদ্ধি করে অতনুর বান্ধবী আততায়ীদের মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে রাখে। মেসেজের গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছে অতনুর বান্ধবী। স্ক্রিনশটগুলিও পুলিশকে দিয়েছে সে। এই তদন্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...