Sunday, November 16, 2025

প্রশান্তকে ‘ধান্দাবাজ ব্যবসায়ী’ কটাক্ষ নীতীশের, পাল্টা টুইট করে ডিলিট পিকের

Date:

Share post:

একসময় দু’জনে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। নীতীশ কুমারের (Nitish Kumar) হাত ধরেই সক্রিয় রাজনীতিতে পা বাড়ান প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তবে দুজনের সম্পর্কে যে ভালোমতই চির ধরেছে তা সময় যত গড়িয়েছে ততই প্রকট হয়েছে। বর্তমানে সমস্ত হৃদ্যতাকে দূরে সরিয়ে একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি খেলায় মেতে উঠেছেন। একদিকে যেমন প্রশান্ত কিশোরকে ‘ধান্দাবাজ’ বলছেন নীতীশ। ঠিক তেমনই নীতীশ ও তাঁর শিবিরকে বেশি গুরুত্ব দিতে নারাজ ভোটকুশলী প্রশান্ত। এবার নাম না করে প্রশান্ত কিশোরকে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister of Bihar)।

বুধবার রাতে জেডিইউ সভাপতি (JDU President) বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করাই ওঁর ব্যবসা। তবে বিহারে আমাদের জন্য ওঁর কিছু করার নেই। উনি একজন ‘ধান্দাবাজ ব্যবসায়ী’ (Scheming Businessman)। নীতীশের এমন মন্তব্যের পর চুপচাপ বসে নেই প্রশান্তও। বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্ট (Twitter) থেকে নীতীশ-মোদির একগুচ্ছ ছবি পোস্ট করেন পিকে। যেখানে নীতীশ ও মোদিকে (Narendra Modi) হাসি মুখে দেখা যাচ্ছে। প্রশান্ত সাফ বুঝিয়ে দেন আসল ‘ধান্দাবাজ’ আসলে নীতীশই। যিনি প্রয়োজনে বিজেপির (BJP) হাত ধরেছেন, পরে পরিস্থিতি বেগতিক বুঝে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছেন। যদিও টুইটটি নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছেন তিনি।

বুধবার নীতীশ আরও বলেন, উনি বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। হতে পারে তিনি বিজেপির সঙ্গে থাকতে চান। হতে পারে, তিনি তাদের সাহায্য করতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী লোকসভা ভোটে পিকের কোনওরকম সাহায্য নিতে চাইছেন না বিহারের মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই নানা কৌশলে প্রশান্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন। দিন দুয়েক আগেই প্রশান্ত বলেছিলেন, নীতীশ কুমার ‘পক্ষ’ থেকে ‘বিপক্ষে’ এলেও জাতীয় রাজনীতিতে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারবেন না। এটা একটা রাজ্যের ব্যাপার। এই পরিবর্তনে জাতীয় রাজনীতিতে খুব একটা আমূল পরিবর্তন হবে না। তবে যে কেউ চেষ্টা করতেই পারে। পাশাপাশি নীতীশের আমলে বিহারে ঠিক কতটা উন্নতি হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ভোটকুশলী (Election Strategist)।

যার পাল্টা দেন নীতীশও। বিহারের মুখ্যমন্ত্রী জানান, উনি একজন ব্যবসায়ী। যখন আমার সঙ্গে ছিলেন, তখনই বলেছিলাম নিজের পেশা ছেড়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে। কিন্তু উনি তাতে রাজি হননি। আসলে উনি রাজনীতি নিয়ে ব্যবসা করেন, তাই উনি কি বললেন তাতে আমার কিছু যায় আসে না।

 

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...