Wednesday, January 14, 2026

জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা

Date:

Share post:

আসন্ন জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে গুজরাতে আয়োজিত হতে চলেছে আসন্ন জাতীয় গেমস ২০২২৷ কিন্তু এই গেমসে অংশ নেবেন না ভারতের সেরা ক্রীড়াবিদরা। এর মধ্যে রয়েছেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরাজ চোপড়া এবং ব্যাডমিন্টনের তিন তারকা সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্থ।

এই নিয়ে নীরাজ বলেন, “জাতীয় গেমস সামনে। আমি কুঁচকির চোট সারিয়ে ফিরছি। এক বা দু’সপ্তাহ আমি হয়তো ট্রেনিং করতে পারব না। তাই আমি এখন পরের বছরের প্রতিযোগিতা গুলির জন্য তৈরি হতে চাইছি। মরশুমের শেষ ইভেন্ট হিসেবে ছিল জুরিখে আয়োজিত হওয়া ডায়মন্ড লিগ। তবে এশিয়ান গেমস পিছিয়ে যাওয়া এবং জাতীয় গেমসের তারিখ সদ্য প্রকাশিত হওয়ায় নিজের সূচিতে পরিবর্তন করতে পারিনি। আর সেই কারণে কোচ ডঃ ক্লস বার্তোনিয়েতসের সঙ্গে পরামর্শ করে জাতীয় গেমসে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।

এর পাশাপাশি তিনি আরও বলেন, “ডায়মন্ড লিগ খেতাব জিতে মরশুম শেষ করতে পেরে অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। স্টেডিয়ামে আমার পরিবারের সদস্য, বন্ধুরা ছিল। তাই বিশেষ মুহূর্ত আমার কাছে। প্রথম ডায়মন্ড ট্রফি জিততে পেরে দারুণ খুশি।”

এদিকে সিন্ধু, সাইনা ও শ্রীকান্থ আসন্ন ডেনমার্ক ও ফ্রেঞ্চ ওপেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আগামী ১৮ অক্টোবর থেকে ডেনমার্ক ওপেন এবং ২৫ অক্টোবর থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। সেই কারণে এবার জাতীয় লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করলেন এই তিন তারকা ভারতীয় শাটলার।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ফিঞ্চকে শুভেচ্ছা বিরাটের

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...