স্বস্তি সুবোধের, দিনে ৩ ঘণ্টার বেশি জেরা নয়: নির্দেশ হাই কোর্টের

আপাতত স্বস্তি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর (Subadh Adhikari)। তাঁকে তলব করে দিনে ৩ ঘণ্টার বেশি জেরা করতে পারবে না CBI। সোমবার, এই স্বস্তি সুবোধের, দিনে ৩ ঘণ্টার বেশি জেরা নয়: নির্দেশ হাই কোর্টের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সুবোধকে তলব করলে আগে থেকে নোটিশ দিতে হবে সিবিআইকে। হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে, সুবোধকে সাক্ষী হিসেবে তলব করলে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে সিবিআইকে। অভিযুক্ত হিসেবে তলব করলে ১০ দিন আগে নোটিশ দিতে হবে । এই সময়ের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি, ২৮ সেপ্টেম্বরের মধ্যে সুবোধকে সিবিআইয়ের কাছে সমস্ত নথি জমা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এর আগে চিটফান্ড মামলায় সিবিআই বীজপুরের বিধায়ককে ২বার তলব করে। তবে, ২বারই হাজিরা এড়িয়েছেন তিনি। তলবের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুবোধ। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সুবোধের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে মদন মিত্র বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তলব করে ৮-৯ঘণ্টা জেরার পর গ্রেফতার করে সিবিআই। এ ক্ষেত্রে তা হবে না বলেই মনে করছেন তাঁরা।